শহরে ফের উদ্ধার টাকার পাহাড়! গরু পাচার মামলায় বালিগঞ্জে নির্মাণ সংস্থার দফতরে তল্লাশি ED-র

বাংলা হান্ট ডেস্ক : কলকাতায় আবারও টাকার পাহাড়। কয়লা পাচার কাণ্ডে বুধবার দিনভর শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় ইডি (Enforcement Directorate)। সন্ধ্যায় বালিগঞ্জের এক ব্যবসায়ীর অফিস থেকে তাড়া-তাড়া নোট উদ্ধার হয়। একটানা জিজ্ঞাসাবাদ চলছে ব্যবসায়ীকে। ইডি সূত্রে খবর, তাঁকে আটক করা হয়েছে।

ইডি আধিকারিকদের পক্ষ থেকে দাবি করা হয়, এই নির্মাণ সংস্থার অফিসে আরও টাকা মজুত করা রয়েছে। সেই কারণে টাকা গোনার পাশাপাশি টাকা খোঁজার কাজও চলছে পুরোদমে। তদন্তকারীদের সন্দেহ এই অফিসেই কোথাও টাকা লুকিয়ে রাখা হতে পারে। এই অফিস কোন কোন প্রজেক্ট করেছে এবং অ্যাকাউন্ট যারা রক্ষা করত তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংস্থার এক কর্মীকে আটক করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। এই সংস্থায় কারা বিনিয়োগ করত এবং কোনও প্রভাবশালী যোগ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর, মঙ্গলবার দিল্লি থেকে ৩ সদস্যের একটি দল আসে কলকাতায়। কয়লা কাণ্ডের সূত্র ধরে একাধিক দলে ভাগ হয়ে বুধবার শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। বালিগঞ্জে ওই সংস্থার অফিসেও হানা দেয় ইডির তদন্তকারীরা। ওই ব্যবসায়ীর বাড়ি থেকেই বিপুল পরিমান টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। ব্যাগের মধ্যে তাড়া তাড়া নোট রাখা ছিল বলে খবর।

cow rupee

ইতিমধ্যেই, আসানসোলের সিবিআই (CBI) আদালতে আত্মসমর্পণ করেছে অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠ রত্নেশ বর্মা। অভিযোগ, ইসিএলের খনি থেকে পাচার হওয়া কয়লা কোথায় যাবে, কোন গাড়ি কোন গন্তব্যে যাবে, তা পুরোটাই দেখত রত্নেশ। তাকে লাগাতর জেরা করে এই পাচারকাণ্ডের সঙ্গে যুক্ত বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

ইডি সূত্রে খবর টাকার পরিমাণ আরও বাড়তে পারে সেই বিষয়ে নিশ্চিত ইডি। সংস্থার কর্মী ও ম্যানেজারদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে এই টাকার কোনও বৈধ নথি আছে কিনা। সংস্থার কোনও কর্মী ও ম্যানেজাররা এখনও কোনও বৈধ কাগজ ইডি আধিকারিকদের দেখাতে পারেননি। ইডি সূত্রে জানা গিয়েছে, সকাল ৭টা নাগাদ এই সংস্থার অফিসে অভিযান চালায় ইডি আধিকারিকরা। শেষমেশ কত টাকা উদ্ধার হয় সেটাই এখন দেখার। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছিল।

Sudipto

সম্পর্কিত খবর