রাহুল-সনিয়ার বড় ধাক্কা! ন্যাশনাল হেরাল্ড মামলায় ৭৫১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

বাংলা হান্ট ডেস্ক: ইডির নিশানায় এবার কংগ্রেস (Congress)। ন্যাশনাল হেরাল্ড মামলায় এবার ৭৫১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

ইডি সূত্রে খবর, যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলির মধ্যে ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংবাদপত্র, তার প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেট (এজেএল) এবং পরিচালন তথা মালিক সংস্থা ইয়ং ইন্ডিয়ার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি রয়েছে এই তালিকায়। প্রসঙ্গত, জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে ২০১৩ সালে, মনমোহন সিংহের জমানায় দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে নতুন করে কাটাছেঁড়া শুরু হয়।

বিজেপি (BJP) নেতা সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ, ‘অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড’ নামে যে সংস্থার হাতে সংবাদপত্রটির মালিকানা ছিল, বাজারে ৯০ কোটি টাকা দেনা ছিল তাদের। যার বেশির ভাগটাই কংগ্রেসের কাছ থেকে নেওয়া। অবস্থা খারাপ হওয়ায় ২০০৮ সালে সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। সেই অবস্থাতেই সংস্থাটি অধিগ্রহণ করে সনিয়া, রাহুল এবং শীর্ষস্থানীয় কংগ্রেস নেতাদের ‘ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড’ সংস্থা।

আরও পড়ুন: মোদী অপয়া! বিশ্বকাপ ফাইনালে ভারতের হার নিয়ে কুরুচিকর আক্রমণ রাহুলের

এরপর ন্যাশনাল হেরাল্ডের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ইয়ং ইন্ডিয়ানের দখলে চলে আসে। ৯০ কোটি টাকা দেনার বোঝাও চাপে তাদের ঘাড়ে। কিন্তু এরপর ‘দেনার টাকা উদ্ধার করা সম্ভব নয়’ বলে কারণ দেখিয়ে কংগ্রেসের তরফে ঋণের টাকা মকুব করে দেওয়া হয়। কিন্তু এই ঘটনায় বিজেপির দাবি, কংগ্রেস রাজনৈতিক দল। তাদের কোনও কর দিতে হয় না। কোনও বাণিজ্যক সংস্থাকে ঋণ দেওয়াও তাদের এক্তিয়ারের বাইরে। এরপরই এই মালিকানা হস্তান্তরে বেআইনি লেনদেন হয়েছিল কি না, তার তদন্তের জন্য ইডিকে নির্দেশ দেওয়া হয়।

sonia rahul ed

পাশাপাশি আইটিও-র দফতর থেকে কোনও পত্রিকা প্রকাশিত হয় না, এই যুক্তি দিয়ে এজেএল-কে দফতর খালি করতে বলেছিল নরেন্দ্র মোদী সরকার। হাইকোর্টও গত বছর সেই সিদ্ধান্তে সম্মতি দিয়েছিল। যদিও প্রথম দফার তদন্তের পর ইডি কংগ্রেসের দাবিকেই মান্যতা দিয়ে মামলাটি বন্ধ করার সুপারিশ করেছিল। কংগ্রেসের দাবি, এটি ছিল অলাভজনক সংস্থা। যদিও এরপরই মোদী সরকার ইডি-র তৎকালীন অধিকর্তা রাজন কাটোচকে সরিয়ে দেয়।

Avatar
Monojit

সম্পর্কিত খবর