বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) জের! তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ফের তলব কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। জানিয়ে রাখি, আগামী ৯ অক্টোবর, সোমবার, ফের তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য তলব করা হয়েছে তৃণমূল সাংসদকে।
প্রসঙ্গত এর আগে ৩ অক্টোবর সিজিও কমপ্লেক্সে সকাল সাড়ে ১০টায় হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি। ঘটনাচক্রে ওই দিনই ছিল তৃণমূলের পূর্ব ঘোষিত দিল্লি চলো কর্মসূচী। কিন্তু এবার আর ইডি হাজিরায় যাননি অভিষেক। আগেই বিবৃতি দিয়ে অভিষেক জানিয়ে দিয়েছিলেন, এ বার তিনি ইডি নয় বরং দিল্লিতে হাজির থাকবেন।
শুধু তাই নয়, কেন্দ্রীয় সংস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেছিলেন, ‘পারলে আমাকে আটকে দেখাও!’ এরপর কথা মতই দিল্লিতে যান অভিষেক। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দুদিন ধরে ধর্না কর্মসূচীতে অংশ নেন। রাজধানীর বুকে চলে তৃণমূলের প্রতিবাদ। এমনকি গতকাল কৃষি ভবনে গিয়ে ধরনা দেওয়ায় তৃণমূল সাংসদ, বিধায়কদের পাশাপাশি অভিষেককেও আটক করে দিল্লি পুলিশ। যদিও পরে সকলকেই ছেড়ে দেওয়া হয়। আর তার পরের দিনই অভিষেককে তলব।
আরও পড়ুন: স্কুলেই প্রধান শিক্ষককে দীর্ঘদিন অত্যাচার! ৩ তৃণমূল নেতার দাদাগিরি বন্ধ করতে যা করলেন বিচারপতি…
জানিয়ে রাখি, এদিন নিয়োগ দুর্নীতি মামলায় ফের রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। সূত্রের খবর আগামী সপ্তাহে হাজিরার জন্য তলব করা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে।
আরও পড়ুন: পুজোর আগেই পরপর দুদিন বন্ধ থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-কাছারি! কী কারণে ফের ছুটি?
পাশাপাশি লিপ্স অ্যান্ড বাউন্ডস’ মামলায় জিজ্ঞাসাবাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছে ইডি। সবমিলিয়ে ইডির স্ক্যানারে বন্দ্যোপাধ্যায় পরিবার। তোলপাড় রাজ্য-রাজনীতি।