বাংলা হান্ট ডেস্কঃ অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের জেরে এবার টলিউড তারকা অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra) তলব করল ইডি (ED)। আগামী ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় সংস্থার দপ্তরে হাজিরা দিতে হবে তাঁকে। ইতিমধ্যেই একাধিক বলিউড ও দক্ষিণী তারকা এই মামলায় আইনি জেরায় পড়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল অঙ্কুশের নাম।
অবৈধ অ্যাপের প্রচারে এবার ইডির নজরে অঙ্কুশ হাজরা (Ankush Hazra)
গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়া ও বিজ্ঞাপনের মাধ্যমে অবৈধ বেটিং অ্যাপগুলির প্রচার হচ্ছে বলে অভিযোগ। আর সেই প্রচারের জন্যই জনপ্রিয় তারকাদের বেছে নিচ্ছে সংস্থাগুলি। এই অভিযোগে আগেই বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজের মতো দক্ষিণী অভিনেতারা ও ক্রিকেটার সুরেশ রায়না, হরভজন সিং, অভিনেত্রী উর্বশী রাওতেলা ইডির জেরার মুখোমুখি হয়েছেন।
সূত্র মারফৎ খবর, চলমান তদন্তের অংশ হিসেবেই এবার অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra) ডাকা হয়েছে। টলিউডের এক জনপ্রিয় মুখ হিসেবে তাঁর উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় বিশাল প্রভাব ফেলে। আর সেই কারণেই বেটিং সংস্থাগুলি তাঁকে ব্যবহার করেছে বলে সন্দেহ ইডির। তবে এ বিষয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি।
অভিযোগ উঠেছে, তারকাদের প্রভাবিত প্রচারের জেরে বহু সাধারণ মানুষ এই অবৈধ বেটিং অ্যাপের দিকে আকৃষ্ট হচ্ছেন। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এই প্রচারের আড়ালে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার আশঙ্কা বাড়ছে।
আরও পড়ুনঃ বুথ বিন্যাস নিয়ে দফায় দফায় সংঘাত, সর্বদল বৈঠক ঘিরে সরগরম রাজ্যের রাজনীতিতে
বলিউড, দক্ষিণী সিনেমা থেকে শুরু করে ক্রিকেট জগতের একাধিক নামী তারকা ইতিমধ্যেই এই তদন্তে জড়িয়েছেন। টলিউড থেকে প্রথম নাম উঠে এলো অঙ্কুশ হাজরার (Ankush Hazra)। আগামী মাসে তাঁর জেরার পরই স্পষ্ট হবে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের মামলায় অভিনেতার ভূমিকা কতটা গুরুতর।