অসুস্থ কালীঘাটের কাকুকে ‘সারপ্রাইজ’ দিতে SSKM পৌঁছে গেল ED, তারপর যা হল…

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মরসুমে ফুল অ্যাকশনে ইডি-সিবিআই। গত বছর থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে তোলপাড় রাজ্য। পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক তথ্য রোজ সামনে আনছেন তদন্তকারীরা। শিক্ষক কেলেঙ্কারির অভিযোগে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, শাসকদলের বহু দুঁদে নেতা, শিক্ষা দফতরের আধিকারিকদের গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু (Kalighater Kaku) সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। বর্তমানে SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। মঙ্গলবার এসএসকেএম এ সারপ্রাইজ ভিসিট ইডির।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণকে দেখেতেই SSKM-এ পৌঁছে যায় ইডির একটি টিম। মঙ্গলবার বিকেলে হঠাৎ SSKM হাসপাতাল ইডির ভিসিট নিয়ে শোরগোল পড়ে যায়। সূত্রে খবর, সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি কাকুর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গেও কথাবার্তা বলে ইডি।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন সুজয়কৃষ্ণ ভদ্র। প্রেসিডেন্সি জেলে থাকাকালীন বারংবার অসুস্থ হয়ে পড়েন কালীঘাটের কাকু। পরিস্থিতি বুঝে তাকে প্রথমে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বাইপাস সার্জারির পর ছাড়া পেলে ফের প্রেসিডেন্সি জেলে আনা হয় তাকে।

আরও পড়ুন: কেন্দ্র সরকারের বিরাট ঘোষণা! পুজোর আগেই হাতে আসবে মোটা টাকা, কারা কত পাবেন?

তবে জেলে ফিরতেই ফের অসুস্থ হয়ে পড়েন সুজয়কৃষ্ণ। তড়িঘড়ি SSKM হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেই থেকে ICU-তেই ভর্তি রয়েছেন তিনি। মঙ্গলবার সুজয়কৃষ্ণ বর্তমানে কী কী সমস্যায় ভুগছেন, কী চিকিৎসা চলছে সেই সংক্রান্ত সমস্ত মেডিক্যাল রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে চেয়েছে ইডি।

ed

ED সূত্রে খবর সেই রিপোর্ট খতিয়ে দেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মচারী ছিলেন এই সুজয়কৃষ্ণ। তার সূত্র ধরেই অভিষেকের সংস্থায় হানা দিয়েছিল ইডি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর