বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) নিয়ে বিতর্ক যেন থামারই নাম নেই। একাদশ-দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের পরীক্ষার পর ফলপ্রকাশের পর নতুন নিয়োগের প্যানেলের ইন্টারভিউ তালিকা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। আর এই নিয়েই জটলা। নতুন করে শুরু হয়েছে বিক্ষোভ। বিক্ষোভে নতুন চাকরিপ্রার্থীরা। এসএসসির প্রকাশিত তালিকায় নাম না থাকায় বিকাশভবন অভিযানে নেমেছেন এই চাকরিপ্রার্থীরা।
এসএসসি ইস্যুতে বার্তা শিক্ষামন্ত্রীর | School Service Commission
অভিজ্ঞতার জন্য দেওয়া ১০ নম্বর বাদ দেওয়ার দাবিও তুলেছেন নবীনরা। এরই মধ্যে পরিস্থিতি সামাল দিতে আসরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। চাকরিপ্রার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, নতুন এবং পুরনো সকলের ক্ষেত্রেই আমাদের একটাই অনুরোধ নিয়োগ প্রক্রিয়ার প্রসেস চলছে। পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে দিন।
ইন্টারভিউ তালিকা সামনে আসতেই নীতিশ রঞ্জন বর্মন নামের অযোগ্য শিক্ষককে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই প্রসঙ্গে এদিন শিক্ষামন্ত্রী বলেন, নিতিশ রঞ্জন বর্মন বিশেষভাবে সক্ষম। সুপ্রিম কোর্ট থেকে বিশেষভাবে সক্ষমদের আইনিভাবে ছাড় দেওয়া রয়েছে কি না সেটা খতিয়ে দেখা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘১৯৯৭ সালের অভিজ্ঞতা কী ভাবে কাউন্ট হবে? অনলাইনে আবেদন হয়েছে। কিন্ডারগার্ডেন স্কুলে চাকরি করেছে সেই অভিজ্ঞতা দিয়েছে। দুটো ঘটনায় একজনের ক্ষেত্রে হয়েছে।’ সমস্ত কিছু এসএসসি ভেরিফিকেশন ভেরিফাই করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
ব্রাত্যর কথায়, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বলা ছিল, বিশেষভাবে সক্ষম কেউ পরীক্ষায় বসতে পারে সেটা আমরা আইনজীবীর মাধ্যমে কথা বলে আলোচনা করে দেখব। অযোগ্য প্রার্থীদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সকলকে ভেরিফিকেশন এর জন্য ডাকা হয়েছে। কেউ এরকম করে থাকলে কমিশন ডাকবে।
শূন্যপদ বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘সিট বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। যোগ্য চাকরিহারাদের নিয়েই মূলত কথা হয়েছে। মন্ত্রিসভা বিবেচনা করে দেখবে। যোগ্য কেউ বাদ গেলে আমরা দেখব তারপর বিবেচনা করা হবে। যোগ্যদের ক্ষেত্রে সরকার সহানুভূতিশীল। মুখ্যমন্ত্রী সঙ্গে প্রাথমিক পর্যায়ে ভ্যাকান্সি বাড়ানো নিয়ে কথা হয়েছে।’

আরও পড়ুন: আজ SSC নিয়োগ মামলার একাধিক শুনানি! কোন কোন কেসের রায় বেরোবে আজ? জানুন বিস্তারিত
উল্লেখ্য, নতুনদের অভিযোগ, পূর্ণ নম্বর পাওয়ার পরও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি বহুজন। কারণ তাঁরা প্রথমবারের জন্য পরীক্ষায় বসছেন। তাই অভিজ্ঞতার জন্য এসএসসি তরফে বরাদ্দ ১০ নম্বর তারা কেউ পাননি। তাদের অনেকেই ৬০-এর মধ্যে ৬০ পেয়েও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি। অর্থাৎ, মেধার ভিত্তিতে যোগ্য হওয়ার পরও তারা বঞ্চিত।
যথার্থ যোগ্য হয়েও ইন্টারভিউয়ে জন্য ডাক না পেয়ে রাস্তায় এইসকল চাকরিপ্রার্থীরা। ইন্টারভিউয়ের আগে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়া যাবে না, এই দাবি তুলেই তারা সরব হয়েছেন। তাদের আরও দাবি, নবীন প্রার্থীদের চাকরি দিতে নতুন করে আরও ১ লক্ষ শূন্যপদ তৈরি করতে হবে।












