বাংলাহান্ট ডেস্ক : বর্তমান বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। এর ফলে কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে বহু সংস্থা। এমনকি স্টার্টআপগুলোর অবস্থাও খুব একটা ভালো না। আর্থিক মন্দার ফলে সংস্থাগুলি ক্রমশ পিছিয়ে পড়ছে প্রতিযোগিতায়। অনেক বিশেষজ্ঞদের মতে যথেষ্ট ফান্ডিং ব্যবসাকে আরো সমৃদ্ধ করতে পারে।
তবে শুধু ফান্ডিং নয়, আরো বেশ কিছু বিষয় রয়েছে যার উপর জোর দিলে ব্যবসা উন্নতি করতে পারে। Business Strategies প্রয়োজন হয় ব্যবসা বৃদ্ধির জন্য। আজ আমরা সেই রকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলি আপনার ব্যবসার মোড় ঘুরিয়ে দিতে পারে।
•ফোকাস করতে হবে গ্রাহকদের উপর: গ্রাহকের উপর ফোকাস করা স্টার্টআপ কোম্পানিরগুলির ক্ষেত্রে একান্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা বৃদ্ধির জন্য যথেষ্ট পরিমাণ মার্কেট রিসার্চ ও সার্ভের প্রয়োজন। গ্রাহকদের বোঝাতে হবে তারা যে জিনিসটি চাইছেন সেটি কোম্পানি দিতে প্রস্তুত এবং অপেক্ষাকৃত কম দামে। কীভাবে গ্রাহকদের সুবিধা দেওয়া যায় সেই বিষয়টি নিয়েই এগোতে হবে কোম্পানিকে।
•সেলস ফানেল: ব্যবসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মডেল হচ্ছে সেলস ফানেল। পণ্য তৈরি থেকে বিক্রি পর্যন্ত গোটা বিষয়টি বোঝানো হয় এতে গ্রাহকদের। এই মডেল আরো নতুন গ্রাহক পেতে সাহায্য করবে।
•অফার ও ছাড়: এটি দুর্দান্ত মার্কেটিং স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে গ্রাহকরা আকর্ষিত হন। আপনারা যদি ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট ঘোষণা করতে পারেন তাহলে স্বাভাবিকভাবেই গ্রাহক আপনার কোম্পানির প্রতি আকৃষ্ট হবেন।
•সমাজ মাধ্যম ও ইন্টারনেটের ব্যবহার: সম্প্রতি একটি গবেষণা বলছে বিশ্বের ৬০ শতাংশ মানুষ সমাজমাধ্যমে উপলব্ধ। আপনারা যদি সমাজমাধ্যম ও ইন্টারনেট ব্যবহার করে বিজ্ঞাপন করতে পারেন তাহলে খুব দ্রুত গ্রাহক পাবেন।
•পেমেন্ট বিকল্প: নগদ ছাড়াও বহু মানুষ অনলাইন লেনদেন করতে পছন্দ করেন। এছাড়াও বর্তমানে ভারতে দ্রুত ক্রেডিট কার্ড পেমেন্ট জনপ্রিয় হচ্ছে। যত বেশি পেমেন্ট অপশন রাখবেন ততই গ্রাহকরা আপনার কোম্পানির প্রতি আকৃষ্ট হবেন।