বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র শাসিত লাদাখে আজ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন কাউন্সিল (LAHDC) লেহ এর নির্বাচনী ফলাফল ঘোষণা করা হচ্ছে। মোট ২৬ টি আসনে গণনা শুরু হয়েছে। আর কিছু সিটের ফলাফল সামনে এসেছে।
এখনো পর্যন্ত বিজেপি ১০ টি আসনে জয় হাসিল করেছে, কংগ্রেস দুটি আসনে আর নির্দলীয় প্রার্থী দুটি আসনে জয়লাভ করেছে। বাকি অন্যান আসন গুলোর গণনা হচ্ছে।
জানিয়ে দিই, লাদাখ কেন্দ্র শাসিত রাজ্য হওয়ার পর এই প্রথমবার সেখানে নির্বাচন হল। প্রথমে অনেক দলই এই নির্বাচন বহিস্কার করেছিল, কিন্তু এক প্রতিনিধি মন্ডল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-এর সাথে সাক্ষাৎ করে নির্বাচন সম্পন্ন করার কথা বলেন।
স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন কাউন্সিল নির্বাচনে প্রথমবার EVM ম্যাশিনের ব্যবহার হয়। এমাসের ২৩ তারিখ ভোট গ্রহণ হয়েছিল। ৫৪ হাজারেরও বেশি মানুষ এই নির্বাচনে নিজেদের অধিকার প্রয়োগ করেছেন। বিজেপি আর কংগ্রেস সমস্ত ২৬ টি আসনেই প্রার্থী দিয়েছে। এবং অরবিন্দ কেজরিবালের আম আদমি পার্টি ১৯ টি আসনে প্রার্থী দিয়েছিল। এছাড়াও ২৩ জন নির্দলীয় প্রার্থী ছিলেন।