বাংলাহান্ট ডেস্কঃ আবারও পুলিশ দুষ্কৃতির গুলির লড়াই বেঁধে গেল কানপুরের (Kanpur)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরের চৌবেপুর থানা এলাকায় ঘটে এই ভয়াবহ হামলার ঘটনা। দুষ্কৃতীদের হামলার জেরে প্রাণ হারান ৮ শক্তিশালী পুলিশ কর্মী। গুরুতর জখম হন ৬ জন পুলিশকর্মী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।
সূত্রের খবর, দুষ্কৃতী বিকাশ দুবের বিরুদ্ধে রাজ্যের মন্ত্রীকে খুন করার অভিযোগ রয়েছে। সে থানার মধ্যে ঢুকে রাজ্যের এক মন্ত্রীকে খুন করেছে। এই ঘটনার তদন্ত করছিল পুলিশ বাহিনী। খুনের ঘটনার তদন্তের পরিপ্রেক্ষিতেই বিকাশ দুবে এবং তার সঙ্গীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। দুস্কৃতীরা পুলিশের টিমকে লক্ষ্য করে ছাদ থেকে লাগাতার গুলি চালাতে থাকে ৷
Kanpur: Eight Police personnel, including Dy SP Devendra Mishra, lost their lives after they were fired upon by criminals when the Police team had gone to raid an area in search of history-sheeter Vikas Dubey. SSP & IG present at the spot, forensics teams are examining the area. pic.twitter.com/LKXLgLPq7Y
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 3, 2020
শহীদ পুলিশকর্মীদের মৃত্যুর খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) জানিয়েছেন, দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুতই কড়া পদক্ষেপ নেওয়া হবে। সঙ্গী পুলিশদের এনকাউন্টারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ৷ দুষ্কৃতীদের খুঁজতে সমগ্র এলাকা জুড়ে চিরুনি তল্লাশি করা হচ্ছে। সিল করা হয়েছে উত্তরপ্রদেশের সমস্ত যোগাযোগ স্থল। ঘটনাস্থল খতিয়ে দেখবার জন্য ইতিমধ্যেই ডিজিপি এবং এডিজি রওনা হয়ে গেছেন।