Bangla Hunt Desk: প্রতিবেশি শত্রু দেশ পাকিস্তান (Pakistan) সর্বদা ভারতের (India) উপর আতঙ্কবাদী হামলা করতে প্রস্তুত থাকে। হামলার ছক বানচাল হলেও, আবারও ঘুরে দাঁড়িয়ে আতঙ্কবাদী প্রবেশের মধ্যে দিয়ে পাল্টা আঘাত হানার চেষ্টা করে। সীমান্তে ভারতীয় জওয়ানরাও বদ্ধ পরিকর, যে কোন মূল্যে তারা নির্মূল করতে প্রস্তুত সন্ত্রাসবাদীদের আঁকড়া।
সম্প্রতি লেফটিন্যান্ট জেনারেল বিএস রাজু কাশ্মীরের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘যারা হাতিয়ার ধরে দেশের বিরুদ্ধে আঘাত হানার চেষ্টায় রয়েছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। তবে যারা হাতিয়ার ধরার পরও দেশে ফিরে আসতে চাইছে, তাদের আমরা ফিরিয়ে নিতে প্রস্তুত’। অর্থাৎ এখনও সময় আছে, শুধরে যাও, নয়ত মরার জন্য প্রস্তত হও।
লেফটিন্যান্ট জেনারেল বিএস রাজু (Lieutenant General BS Raju) আরও জানিয়েছেন, ‘আতঙ্কবাদের রাস্তা কখনই লক্ষ্যে পৌঁছানোর একমাত্র পথ নয়। দেশের যেসকল যুবকরা সেই দলে যুক্ত হয়েছেন, এখন সময় আছে নিজের ভালো চাইলে, দেশের ভালো চাইলে ফিরে এসো। ইতিমধ্যেই আত্মসমর্পন করা বেশ কয়েকজনকে আমরা সাদরে ফিরিয়ে এনেছি। তাই বলব, যদি কেউ খারাপ পথে চলে যান, এখন সময় আছে ফিরে আসুন’।
আমরা আগেও দেখেছি কিভাবে ভারতের সেনাবাহিনী প্রথমে আতঙ্কবাদীদের আত্মসমর্পনের সুযোগ দিয়েছিল। শুধুমাত্র সুযোগ দেওয়াই নয়, যারা ফিরতে চেয়েছিল তাদের সাদরে আমন্ত্রণও জানিয়েছিল। কিন্তু তারা ফিরতে চায়নি, তাদের পরিণতি ঠিক কতোটা ভয়ঙ্কর হয়েছিল।
লেফটিন্যান্ট জেনারেল বিএস রাজু জানিয়েছেন, ‘জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর এই অঞ্চলে আতঙ্কবাদের পরিমাণে বেশ কমেছে। তবে এখনও সীমান্ত এলাকায় এখনও ২৫০ থেকে ৩০০ আতঙ্কবাদী ভারতে প্রবেশের সর্বোতভাবে চেষ্টা করে চলেছে। তবে মাঝে মধ্যে যেসকল আতঙ্কবাদের খবর পাওয়া যাচ্ছে, আমাদের সেনারা তাদের জন্য সর্বদা প্রস্তুত’।