ইদের দিন হবে না নির্বাচন, সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের ভোটের দিন বদল কমিশনের

বাংলা হান্ট ডেস্কঃ সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক এবং জঙ্গিপুর কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন। এরপরই নির্বাচন কমিশন ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে। ২৬ এপ্রিল ওই দুই কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল। দুই প্রার্থীর মৃত্যুর পর কমিশন ১৩ মে ওই কেন্দ্রের নির্বাচনের তারিখ নির্ধারণ করে। কিন্তু ওই দিনই ইদ থাকার কারণে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায় কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন। এমনকি ভোট বয়কটের দাবিও তোলে তাঁরা।

এরপরই সিপিএম, কংগ্রেস, তৃণমূল এমনকি ইমাম অ্যাসোসিয়েশনও ওই দিন ভোট করানোয় আপত্তি জাহির করেছিল। ইন্ডিয়ান সেকুলার দলের প্রধান আব্বাস সিদ্দিকীও কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিলেন। রাজনৈতিক দল এবং এলাকার মানুষদের বিক্ষোভের কথা মাথায় রেখে ইদের দিন ওই দুই কেন্দ্রের নির্বাচন হবে না বলে জানাল কমিশন। ওই দুই কেন্দ্রের নতুন নির্বাচনের তারিখও ঠিক করা হয়েছে কমিশনের পক্ষ থেকে।

আগামী ১৬ মে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রে নির্বাচন করার ঘোষণা করা হয়েছে কমিশনের পক্ষ থেকে।

Koushik Dutta

সম্পর্কিত খবর