শোধরানো যাবে অনিচ্ছাকৃত ভুল! অবশেষে BLO-দের দাবিতে ‘এডিট’ অপশন চালু করল নির্বাচন কমিশন

Published on:

Published on:

Election Commission Edit Option Rolled Out
Follow

বাংলা হান্ট ডেস্কঃ SIR শুরু হতেই রাজ্যের BLO-দের মাথায় চাপে চাপে কাজ জমতে শুরু করেছে। বাড়ি বাড়ি ফর্ম বিলি থেকে ডেটা অ্যাপে তোলা, সব কিছুই করতে হচ্ছে দ্রুত। পরিকাঠামো পুরো তৈরি না হতেই বিশেষ সংশোধন কাজ শুরু হওয়ায় বাড়ছে ভুল, বাড়ছে চাপ। অবশেষে BLO-দের দাবিতে নির্বাচন কমিশন (Election Commission) ওয়েবসাইটে চালু করল ‘এডিট’ অপশন।

বুধবার BLO-দের দাবি মেনে কমিশন (Election Commission) ওয়েবসাইটে চালু করল ‘এডিট’ অপশন

SIR শুরুর প্রায় পনেরো দিন পর অবশেষে নির্বাচন কমিশনের (Election Commission) ওয়েবসাইটে যুক্ত হল বহু প্রতীক্ষিত ‘এডিট’ অপশন। BLO-দের একাংশ অনেকদিন ধরেই দাবি করছিলেন, অনিচ্ছাকৃত ভুল সংশোধন করার সুযোগ না থাকায় তাঁরা বারবার সমস্যায় পড়ছেন। বুধবার সেই দাবি মেনেই এই সুবিধা চালু করল কমিশন।

বুথ লেভেল অফিসাররা জানাচ্ছেন, SIR শুরুর আগে থেকেই নির্বাচন কমিশনের (Election Commission) উচিত ছিল সব দিক ভেবে পরিকাঠামো শক্ত করা। কারণ, শুরু থেকেই তাঁদের উপর কাজের চাপ ক্রমাগত বেড়েই চলেছে। প্রথমে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি, তারপর তা সংগ্রহ, তার পরে BLO অ্যাপে ভোটারদের তথ্য তোলা, সব মিলিয়ে পাহাড়প্রমাণ দায়িত্ব সামলাতে হচ্ছে এক একজন BLO-কে। BLO ও ভোটকর্মী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলও জানান, “BLA দের চাপে কিছু জায়গায় BLO-রা ভুল তথ্য দিতে বাধ্য হচ্ছেন। অনিচ্ছাকৃত ভুলও হচ্ছে। সেটা সংশোধনের জন্য ‘Edit option’ চাইছিলাম। আজ সেটা দেওয়া হয়েছে।”

এর মধ্যেই পূর্ব বর্ধমানের কাটোয়ায় প্রশিক্ষণ চলাকালীন প্রায় নাটকীয় ঘটনার সাক্ষী থাকেন উপস্থিতরা। একজন BLO আচমকা নথিপত্র ছুড়ে ফেলে কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে বলেন, “আমাকে গুলি করে দিন!” তাঁর দাবি, তিনি অসুস্থ, অথচ জোর করে কাজ করানো হচ্ছে। তাঁর অভিযোগে সুর মিলিয়ে আরও কয়েকজন BLO একই কথা বলতে শুরু করেন। এরপরই রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সদস্যরা।

Election Commission Edit Option Rolled Out

আরও পড়ুনঃ কী উদ্দেশ্য ছিল SSC-র? বিস্ফোরক দাবি করলেন আইনজীবী ফিরদৌস শামিম

এতকিছুর পরেও প্রশ্ন থেকেই যাচ্ছে, SIR শুরুর আগে নির্বাচন কমিশন (Election Commission) কেন পরিকাঠামো ও ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম পুরোপুরি ঠিক করল না? সিস্টেম শক্ত না করেই কেন এত বড় প্রক্রিয়া শুরু করা হল? ১৫ দিন পার হলেও BLO-দের সমস্যা যে পুরোপুরি মেটে‌নি, তা পরিষ্কার।