বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে SIR প্রক্রিয়া প্রায় শেষের পথে। কিন্তু শেষ মুহূর্তেও একের পর এক গরমিলের অভিযোগ উঠে আসছে। এই পরিস্থিতিতে BLO এবং BLA–দের জন্য নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন (Election Commission)। এনুমারেশন শেষের ঠিক আগের দিনই এই নতুন নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।
নতুন কী নির্দেশ?
কমিশন (Election Commission) জানিয়েছে, এবার নথির সঙ্গে ‘মিনিটস অফ মিটিং’-এর ছবিও আপলোড করতে হবে। মৃত, খোঁজ না মেলা এবং স্থানান্তরিত ভোটারদের ক্ষেত্রে আলাদা আলাদা ডিক্লারেশন আপলোড করাও বাধ্যতামূলক করা হয়েছে। কমিশন সূত্রের দাবি ভুয়ো ভোটার যাতে তালিকায় না থাকে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। আজ অর্থাৎ ১১ ডিসেম্বর এনুমারেশনের তথ্য পোর্টালে আপলোড করার শেষ দিন। এর পাশাপাশি BLO অ্যাপে যোগ করা হয়েছে নতুন অপশন। কিন্তু নিত্য নতুন নিয়মে বিরক্ত BLO–দের একাংশ। অভিযোগ, নির্দেশিকা এত দ্রুত বদলানোয় কাজের চাপ বাড়ছে।
‘প্রোজেনি ম্যাপিং’ নিয়ে উদ্বেগ
সূত্রের দাবি, রাজ্যে প্রোজেনি ম্যাপিংয়ের সংখ্যা আশ্চর্যজনকভাবে বেড়েছে, যা সেলফ ম্যাপিংয়ের তুলনায় অনেক বেশি। বিশেষত সীমান্তবর্তী এলাকাগুলোতেই এই সমস্যা বেশি দেখা যাচ্ছে। কমিশনের (Election Commission) ধারণা, ডেটা চেকিংয়ে BLO–দেরই খামতি রয়েছে।
SIR রিপোর্টে কী বেরোল?
এখন পর্যন্ত SIR–এ রাজ্যের বাদের তালিকায় সংখ্যা চমকে দেওয়ার মতো –
- মোট বাদ পড়তে পারে সাড়ে ৫৭ লক্ষ ভোটার
- ২৫ লক্ষ মৃত ভোটার
- ২০ লক্ষ স্থানান্তরিত
- সাড়ে ১১ লক্ষ খোঁজ পাওয়া যায়নি
- ডুপ্লিকেট ভোটার সাড়ে ১৩ লক্ষ
এছাড়া ১৩,৭৪,৬৬০ জন ভোটারের নথিতে অসঙ্গতি ধরা পড়েছে।
BLO-র নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক
এদিকে একের পর এক ঘটনা ঘটছে BLO–দের নিরাপত্তা ঘিরে। খড়দার ৪৩ নম্বর বুথের BLO মানব চন্দের বাড়িতে গভীর রাতে ইট-পাটকেল ছুড়েছে দুষ্কৃতীরা। সূর্যসেন নগরেও এক BLO–র বাড়িতে হামলার অভিযোগ। জানালার কাচ ভেঙে দেওয়া হয়েছে, বাড়ির সামনে নোংরা করে দেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত BLO–রা ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন। খড়দা থানায় মামলা দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ।

এমন পরিস্থিতিতে বড় প্রশ্ন উঠেছে যে, বিধানসভা ভোটের আগেই কি রাজ্যে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী? SIR পর্ব চলাকালীনই কি কেন্দ্রীয় বাহিনী ডাকার কথা ভাবছে কমিশন? সুপ্রিম কোর্টে সওয়াল-জবাবে কমিশনের(Election Commission) মন্তব্যের পর থেকেই নতুন জল্পনা ছড়িয়েছে।












