কমিশনের বিরুদ্ধে কোর্টে যেতেও বাধা! আগামী ১০ বছরেও কী জাতীয় দল হতে পারবে তৃণমূল?

বাংলাহান্ট ডেস্ক : জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) সোমবার জানায় যে তৃণমূল কংগ্রেস আর জাতীয় দল নয়। সিপিআই (কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া) এবং মহারাষ্ট্রের নেতা শরদ পওয়ারের এনসিপি (ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি) তৃণমূলের সাথেই জাতীয় দলের তকমা হারিয়েছে। পাশাপাশি জাতীয় দলের তকমা পেয়েছে অরবিন্দ কেজরওয়ালের দল আম আদমি পার্টি। ২০১৬ সাল থেকে চালু জাতীয় নির্বাচন কমিশনের নয়া নিয়ম অনুযায়ী প্রতি ১০ বছর অন্তর দেশে জাতীয় দলের তালিকা প্রস্তুত করা হয়।

সেই নিয়ম অনুযায়ী দেশে পরবর্তী জাতীয় দলের তালিকা প্রকাশিত হবে ২০৩৩ সালের পর। বড় কোনও পরিবর্তন না হলে হিসাব মতো আগামী দুটি লোকসভা নির্বাচনে তৃণমূলকে (All India Trinamool Congress) লড়াই করতে হবে আঞ্চলিক দল হিসাবেই। এই সময়সীমার মধ্যে জাতীয় দল হওয়ার জন্য যে শর্ত আছে তা পূরণ করলেও জাতীয় দলের তকমা পাওয়া কিন্তু দূরেই থেকে যাবে তৃণমূলের। কমিশনের এই সিদ্ধান্ত জানার পরেই আদালতে যাওয়ার জন্য ভাবনা-চিন্তা শুরু করেছে তৃণমূল।

দলীয়ভাবে এই বিষয়ে কিছু জানানো না হলেও তৃণমূল সাংসদ সৌগত রায় সংবাদমাধ্যমকে বলেছেন, “এই বিষয়ে দলের তরফে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। পর্যালোচনা করা হচ্ছে এই বিষয়টি।” তৃণমূল কি কমিশনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছে? এই বিষয়ে সৌগত বাবু বলেছেন, “কিছুই ঠিক হয়নি এই বিষয়। তবে যে কোনও দলেরই যে কোনও বিষয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথ খোলা থাকে।” প্রসঙ্গত গতকালই সৌগত বাবু অন্য একটি সংবাদমাধ্যমকে বলেছিলেন যে কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল আদালতে লড়াই করবে।

২০১৬ সালে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যে প্রতি পাঁচ বছর অন্তর জাতীয় দল ঘোষণার পরিবর্তে দশ বছর অন্তর জাতীয় দলের তালিকা প্রকাশ করা হবে। সেই বছরই নির্বাচন কমিশন তৃণমূলকে জাতীয় দলের তকমা দেয়। অর্থাৎ হিসাব অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত তৃণমূলের জাতীয় দল হিসেবে থাকার কথা ছিল। এখানে তৃণমূল যুক্তি দিয়ে বলছে যে ২০২৩ সালে কমিশনের এই ঘোষণার ফলে তারা তিন বছর কম জাতীয় দল হিসেবে থাকতে পেরেছে।
এই যুক্তি নিয়ে তারা আদালতে যাওয়ার কথা ভাবলেও কমিশন বলছে, ২০১৬ সালে জাতীয় নির্বাচন কমিশন তৃণমূলকে জাতীয় দলের আখ্যা দিলেও সেটি কার্যকর করা হয়েছিল ২০১৪ সালের ১লা জানুয়ারি থেকে।

40 Lakh Indian Rupee cheated by two Trinamool Congress leaders Mamata Banerjee

 

অন্যদিকে, তৃণমূলকে পাঠানো কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে কি কি কারনে জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল। ২০১৪ এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৪ টি আসন পেলেও অরুণাচল প্রদেশ, মণিপুর এবং ত্রিপুরায় একটিও আসন পায়নি তৃণমূল। অন্যদিকে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা ছাড়া আর অন্য কোনও রাজ্য থেকে লড়াই করেনি। কমিশনের এই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে জাতীয় দলের তকমা হারানোর পাশাপাশি তৃণমূল অরুণাচল প্রদেশ এবং মণিপুরে রাজ্য দলের মর্যাদাও হারিয়েছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর