বুথ সংস্কারে কমিশনের হস্তক্ষেপ, কেন সরে গেল ম্যাকিনটোস বার্ন? তুঙ্গে রাজ্য-কমিশন দ্বন্দ্ব!

Published on:

Published on:

Election Commission Takes Over Booth Renovation Amid SIR Speculations

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গে SIR অর্থাৎ বিশেষ নিবিড় পরিমার্জন নিয়ে সম্ভাবনা যত বাড়ছে, ততই যেন রাজ্যের সঙ্গে নির্বাচন কমিশনের (Election Commission) সম্পর্কের তিক্ততা বাড়ছে। কেউ কেউ মনে করছেন, এই দ্বন্দ্ব প্রত্যক্ষ নয়, বরং পরোক্ষ।

বুধ সংস্কারের কাজ জেলা শাসকদের হাতে তুলে দিয়েছে কমিশন (Election Commission)

সূত্রের খবর, রাজ্যের বুথ সংস্কারের দায়িত্ব আগে যে রাষ্ট্রায়ত্ত সংস্থা ম্যাকিনটোস বার্ন নিত, এবার সেই দায়িত্ব থেকে তারা সরে আসার চেষ্টা করছে। জেলায় জেলায় বুথ সংস্কারের কাজ এখন সরাসরি জেলাশাসকদের হাতে তুলে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। আপাতত, বুথে বুথে পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব তাঁদেরই।

তবে প্রথম থেকেই এই দায়িত্ব জেলাশাসকদের কাঁধে ছিল এমন নয়। রাজ্যের ৮০ হাজারেরও বেশি বুথ সংস্কারের দায়িত্ব মূলত রাজ্য সরকার অধীনস্থ ম্যাকিনটোস বার্ন সংস্থার উপরই ছিল। পশ্চিমবঙ্গের পাবলিক ওয়ার্কস বিভাগ বা পিডব্লিউ বিভাগের আওতায় কাজ করে এই সংস্থা।

প্রথমদিকে কমিশনের (Election Commission) থেকে বুথ সংস্কারের কাজ নেওয়ার ক্ষেত্রে আগ্রহ দেখালেও, জন্য যাচ্ছে, বর্তমানে গা বাঁচাতে চাইছে সংশ্লিষ্ট সংস্থা। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল-এর দপ্তরে দুঃখ প্রকাশ করে একটি চিঠি পাঠিয়েছে ম্যাকিনটোস বার্ন। চিঠিতে সংস্থা জানিয়েছে তারা সংস্কারের দায়িত্ব থেকে সরে আসছে এবং এই সিদ্ধান্তের জন্য কমিশন যেন কোনও শাস্তিমূলক পদক্ষেপ না নেয়, তার জন্যও আর্জি জানিয়েছে।

এরপরই নির্বাচন কমিশন (Election Commission) বুথ সংস্কারের দায়িত্ব জেলাশাসকদের হাতে তুলে দিয়েছে। কমিশনের নির্দেশনা অনুযায়ী, রাজ্যের ৮০ হাজারেরও বেশি বুথে সংস্কার করতে হবে। কিন্তু হঠাৎ করেই ম্যাকিনটোস বার্ন কেন দায়িত্ব থেকে সরে গেল, তা নিয়ে জল্পনা বেড়েই চলেছে।

Election Commission Takes Over Booth Renovation Amid SIR Speculations

আরও পড়ুনঃ ২০১২ তে পাস, তবু সার্টিফিকেট নেই! টেট নিয়ে নতুন জটিলতায় শিক্ষা দপ্তর

উল্লেখ্য, SIR নিয়ে জল্পনা শুরু থেকেই। ক্রমেই যেন তা বেড়ে চলেছে। বৃহস্পতিবার ভোটমুখী রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে দিল্লিতে একান্ত বৈঠক করেন কমিশনের (Election Commission) আধিকারিকরা। সেই বৈঠকে বাংলা, অসম, কেরল, পুঁদুচেরি ও তামিলনাড়ুর সিইওরাও উপস্থিত ছিলেন। শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে কমিশন জানিয়েছে, এক সপ্তাহ বা তার আশপাশের মধ্যে তামিলনাড়ুতে SIR শুরু হবে। দক্ষিণী রাজ্যে এই ঘোষণা দেওয়ার পর বাংলাতেও বিশেষ নিবিড় পরিমার্জনের সম্ভাবনা আরও বেড়েছে। এবার সেই আবহেই যেন ভেসে উঠেছে রাজ্য বনাম কমিশন দ্বন্দ্বের ছবি।