বিহারের মডেলেই এবার বাংলা! দেশজুড়ে ১০ রাজ্যে SIR চালু করতে উদ্যোগী নির্বাচন কমিশন, বিকেলেই হবে বড় ঘোষণা

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে ভোট বিধানসভা নির্বাচনের আগে আগে বড় পদক্ষেপ নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে সোমবার, ২৭ অক্টোবর, বিকেল ৪টে ১৫ মিনিটে সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন। সূত্রের খবর এই বৈঠকেই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর (SIR) শুরুর দিন নিয়ে ঘোষণা করা হতে পারে। জানা যাচ্ছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, এদিন বৈঠকে দেশের আরও একাধিক রাজ্যে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের ঘোষণা করতে পারে কমিশন।

দেশের ১০ থেকে ১৫ টি রাজ্য শুরু হতে পারে এসআইআর (SIR)

প্রথম ধাপে দেশের প্রায় ১০ থেকে ১৫টি রাজ্যে শুরু হতে পারে এসআইআর (SIR) প্রক্রিয়া। সেই তালিকায় থাকছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরী। কমিশনের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবেই এই রাজ্যগুলিতে ভোটার তালিকার খুঁটিনাটি খতিয়ে দেখা হবে।

ভোটের আগে বাংলা-সহ ১০ রাজ্যে বড় পদক্ষেপ

চার দিন আগেই দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই বৈঠকে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা চলে। সেখানেই মূলত ঠিক হয়, বিহারের মডেল অনুসরণ করে গোটা দেশজুড়ে চালু করা হবে এই বিশেষ সমীক্ষা প্রক্রিয়া।

বিহারে এসআইআর (SIR) শুরু হয়েছিল ২৪ জুন, যা শেষ হয় ৩০ সেপ্টেম্বর। সেই অভিজ্ঞতাকেই পাথেয় করে এবার আরও দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে চায় কমিশন। সূত্রের খবর, চার মাস নয়, বরং তারও কম সময়ে এসআইআর শেষ করতে চায় কমিশন। তাই রাজ্যগুলিকে আগেভাগেই প্রস্তুতি নিতে বলা হয়েছে। আগের এবং বর্তমান ভোটার তালিকা হাতে রেখে সমীক্ষা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন আধিকারিকদের।

Election Commission to Announce SIR in Bengal and 10 Other States Today

আরও পড়ুনঃ ভোটের আগে মাঠে নেমে ‘খেলার ডাক’ কেষ্টর, বীরভূমে ফের স্বমহিমায় অনুব্রত

যদিও এসআইআর (SIR) নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। বাংলায় ভোটের আগে এই পদক্ষেপ কি রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে? কমিশনের আজকের সাংবাদিক বৈঠকেই মিলবে সেই প্রশ্নের উত্তর।