ভোটের মাঝেই ঝটকা! অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কড়া হল কমিশন, শোরগোল বিজেপিতে

বাংলা হান্ট ডেস্ক: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে কুরুচিকর মন্তব্য করে এবার বিপাকে পড়লেন তমলুকের বিজেপি (BJP) প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। সম্প্রতি এই প্রাক্তন বিচারপতি নির্বাচনী প্রচারসভা থেকে তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আক্রমণ শাণাতে গিয়ে কুমন্তব্য (Controversial Comment) করেছিলেন।

বিজেপি প্রার্থীর করা সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর এবার সেই অভিযোগের ভিত্তিতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করেছে কমিশন। এদিন বিজেপি প্রার্থীকে চিঠি দিয়ে জানানো হয়েছে তার করা সংশ্লিষ্ট মন্তব্য ছিল শালীনতার সীমা লঙ্ঘনকারী  এবং কুরুচিকর।

তাই এদিন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর করা এই কুরুচিকর মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে। সেই সাথেই নোটিশে জানানো হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আগামী ২০ মে’র মধ্যেই এই শোকজ নোটিশের জবাব দিতে হবে। তবে তিনি যদি এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে কমিশনের চিঠির কোন জবাব না দেন তাহলে ধরে নেওয়া হবে এ বিষয়ে তাঁর  কোন বক্তব্য নেই।

Mamata Banerjee

সেক্ষেত্রে অভিজিতের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে কমিশন। এদিনের শোকজ নোটিশে  তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগে কেন তাঁর  বিরুদ্ধে কোন পদক্ষেপ করা যাবে না?

আরও পড়ুন: ‘গাড়ি ধাক্কা দিয়ে…’ মমতা-অভিষেককে খুনের হুমকি দিয়ে পোস্টার! ব্যাপক চাঞ্চল্য উলুবেড়িয়ায়

প্রসঙ্গত এই  ঘটনা সূত্রপাত হয়, গত বুধবার হলদিয়ার চৈতন্যপুরে বিজেপির নির্বাচনী সভা থেকে। সেখানে সন্দেশখালি স্টিং অপারেশনকে কেন্দ্র করে তৃণমূল নেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে ছিলেন এই প্রাক্তন বিচারপতি।

Abhijit Gangopadhyay

পরে সেই সভার একটি ভিডিও ভাইরাল হয়, সেখানেই এই বিজেপি প্রার্থীকে বলতে শোনা যায়, ‘তৃণমূল বলছে, রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে কেউ ৮ লক্ষ টাকা গুঁজে দিলে চাকরি হয়, কেউ ১০ লক্ষ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায়। রেখা পাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে, আমাদের প্রার্থী। সে জন্য তাঁকে ২০০০ টাকায় কেনা যায়?’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর