অভিষেকের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ! ববির ইলেকশন পিটিশন মামলা থেকে সরলেন বিচারপতি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং অভিজিৎ দাস (ববি) (Abhijit Das Bobby)। বিজেপি প্রার্থীকে হেলায় হারিয়ে জয়ী হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পরবর্তীতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ইলেকশন পিটিশন দায়ের করেন ববি। এবার সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়।

অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে করা ইলেকশন পিটিশন মামলা থেকে কেন সরলেন বিচারপতি?

সোমবার রাতে নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করেন বিজেপি নেতা ববি। সেখানেই তিনি জানান, অভিষেকের বিরুদ্ধে করা তাঁর ইলেকশন পিটিশনের মামলা থেকে সরে দাঁড়িয়েছেন উচ্চ আদালতের বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়। ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানান পদ্ম নেতা।

ববি লিখেছেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাপ্পা ভোটে জেতার বিরুদ্ধে আমার করা কেস থেকে বিচারপতি সরে গেলেন। অন্যায়ের সাথে আপনি লড়বেন কীভাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাপ্পা ভোটে জেতা নির্বাচনের বিরুদ্ধে আমার করা ইলেকশন পিটিশনের মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিলেন মাননীয় বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়’।

আরও পড়ুনঃ কেন্দ্রের সমান DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর! কবে থেকে মিলবে?

বিজেপি (BJP) নেতা আরও লেখেন, ‘সিনিয়র আইনজীবী মাননীয় বিল্বদল ভট্টাচার্য বিচারপতি মহোদয়কে অন্তত বিবাদীপক্ষগণদের নোটিশ জারি করার অনুরোধ করলেও বিচারপতি রাজি না হয়ে কেসটা রিলিজ করে দেন’।

TMC leader Abhishek Banerjee says this about Calcutta High Court strongly targets BJP

ববি জানান, একইসঙ্গে সাতটি ইলেকশন পিটিশন করা হয়েছিল। অন্যান্য মামলাগুলির ৬-৭ বার শুনানি হয়ে গেলেও, অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে করা দু’টি ইলেকশন পিটিশন বিগত ৭ মাস ধরে লিস্টেই ওঠেনি, শুনানিও হয়নি। বিজেপি নেতা লেখেন, ‘অবশেষে গত ৭ ফেব্রুয়ারি কেসটা লিস্টে উঠলেও বিচারপতি মুখার্জি ব্যক্তিগত কারণ দেখিয়ে কেসটা রিলিজ করে দিলেন’।

উল্লেখ্য, চব্বিশের লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রায় ৭ লক্ষের বেশি ভোটে বিজেপির অভিজিৎ দাসকে (ববি) পরাজিত করেছিলেন তিনি। পরবর্তীতে ইলেকশন পিটিশন দায়ের করেন বিজেপি নেতা। এবার সেই মামলা থেকেই সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X