এবার বিদ‍্যুৎ বিলে মিলবে বিরাট ছাড়, ফের বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের, কীভাবে পাবেন?

বাংলা হান্ট ডেস্কঃ লাগাতার বাড়ছে গরম। সকাল থেকে রাত ফ্যান, এসি ছাড়া টেকা দায়। এর জেরে হুড়মুড়িয়ে বাড়ছে
বিদ‍্যুৎ বিল (Electric Bill)। পকেটে টান পড়ছে মধ্যভিত্তের। এই আবহে সাধারণ মানুষকে সুবিধা দিতে সম্প্রতি বড় ঘোষণা করা হয়েছে রাজ‍্য সরকারের (Government Of West Bengal) তরফে। জানিয়ে রাখি, বিদ‍্যুতের বিল সংক্রান্ত বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। যার দ্বারা উপকৃত হবেন আমজনতা।

বিদ‍্যুৎ বিলে (Electric Bill) বিরাট ছাড়

দরিদ্র মানুষের কথা মাথায় রেখে এক নতুন প্রকল্প চালু করেছে মমতা সরকার। যার নাম ‘হাসির আলো প্রকল্প’। এই প্রকল্পের সুবিধাভোগীদের বিদ‍্যুতের বিলের উপরে বিশেষ ছাড় দেওয়া হবে। জানিয়ে রাখি রাজ্য সরকারের এই নয়া প্রকল্পের মাধ্যমে এই ৭৫ ইউনিট পর্যন্ত বিদ‍্যুতের বিলে ছাড় পেতে চলেছে প্রতিটি পরিবার।

   

হিসেব কষতে গেলে নতুন প্রকল্পে ৫১-১০০ ইউনিট স্ল‍্যাবে ২.৫ টাকা প্রতি ইউনিট হিসেবে ১৮৭ টাকা ৫০ পয়সা পর্যন্ত ছাড় মিলতে পারে বিদ‍্যুতের বিলে। তবে সকলে এই প্রকল্পের আওতায় আসবে না। বিপিএল রেশন কার্ডধারীরাই এই প্রকল্পের সুবিধা পাবেন।

আবার শোনা যাচ্ছে তিন মাস অন্তর অন্তর যে বিদ‍্যুতের বিল এতদিন আসত, সেই পদ্ধতিতেও পরিবর্তন আনা হবে। এতদিন পর্যন্ত রাজ‍্য বিদ‍্যুৎ বন্টন পর্ষদ ওরফে WBSEDCL গ্রাহকদের ৩ মাসের বিল একসঙ্গে পাঠানো হত। তবে এবার থেকে সেই নিয়মেও বদল আনা হচ্ছে।

Will Electric bill increase because of Central Government decision

আরও পড়ুন: ‘শিক্ষকদের বেতন বাড়ান..,’ সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার, এল বিরাট নির্দেশ

তিন মাসের বিল (Electric Bill) একসাথে মেটাতে অনেকটা চাপ পড়ে গ্রাহকদের উপরে। তাই এবার থেকে প্রতি মাসে বিদ‍্যুতের বিল আসবে গ্রাহকদের কাছে। চিরাচরিতভাবে মিটার দেখে যত ইউনিট বিদ‍্যুৎ খরচ হবে তার উপরে ভিত্তি করে আসবে বিল। নতুন এই নিয়ম চালু হলে একদিক থেকে গ্রাহকেরা অনেকটাই স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর