বাংলা হান্ট ডেস্ক: এতদিন যাবৎ প্রতি ৩ মাস অন্তর বিদ্যুৎ বিল (Electricity Bill) দেওয়া হলেও এবার সেই নিয়মেই বড়সড় পরিবর্তন আসতে চলেছে। জানা গিয়েছে এবার WBSEDCL (West Bengal State Electricity Distribution Company Limited)-এর আওতায় থাকা এলাকায় তিন মাস অন্তর বিলের পরিবর্তে মাসিক বিল শুরু করার পথে হাঁটছে বিদ্যুৎ দপ্তর।
পাশাপাশি, ইতিমধ্যেই মাসিক বিল তৈরি করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। এছাড়াও, ইতিমধ্যেই শহর কলকাতার একাধিক ওয়ার্ডে মাসিক ভিত্তিতে বিদ্যুৎ বিলের নিয়ম চালু করা হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, কলকাতা পুরসভার ১১১, ১১২, ও ১১৪ নম্বর ওয়ার্ডগুলি পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের আওতায় রয়েছে। এমতাবস্থায়, ওই এলাকাগুলিতেই মাসিক বিল চালু করা হচ্ছে।
আপাতত পরীক্ষামূলক ভাবে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে এই নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বিদ্যুৎ চুরির মত ঘটনা আটকাতেও তৎপর হতে বিধায়কদের সহযোগিতা চেয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও, এই সম্পর্কে মানুষকে সচেতন করার জন্যও আবেদন জানান তিনি। সর্বোপরি, জনসাধারণের উদ্দেশ্যে সঠিক সময়ে বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়ার বিষয়টিও উপস্থাপিত করেন মন্ত্রী।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, CESC (Calcutta Electric Supply Corporation)-এর ক্ষেত্রে প্রতি মাসেই বিল দিতে হয় গ্রাহকদের। এদিকে, কলকাতার বিস্তীর্ণ এলাকা রয়েছে CESC-এর আওতায়। যার ফলে স্বাভাবিকভাবেই সেখানকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই প্রতি মাসে বিদ্যুৎ বিল দিয়ে আসছেন। এবার West Bengal State Electricity Distribution Company Limited-ও ওই নিয়ম শুরু করতে চাইছে।
উল্লেখ্য যে, WBSEDCL-এর ক্ষেত্রে তিন মাস অন্তর বিদ্যুতের বিল এলেও গ্রাহকেরা প্রতি মাসে মাসে বিদ্যুৎ বিল দেওয়ার বিকল্প কিন্তু পেয়ে থাকেন। যদিও, এবার সংশ্লিষ্ট দপ্তর প্রতি মাসেই এই বিল শুরু করতে চাইছে।