অবিশ্বাস্য! মাত্র ১৮৯৯ টাকায় ইলেকট্রিক স্কুটার! রোজকার যাতায়াত এবার আরোও সহজ করবে OLA

বাংলাহান্ট ডেস্ক : ভারতের বাজারে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। এই অবস্থায় ওলা ইলেকট্রিক লঞ্চ করছে একের পর এক ২ চাকার ইলেকট্রিক স্কুটার (Electric Scooter)। যারা সস্তায় ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন তাদের জন্য সেরা বিকল্প হতে পারে Ola S1X সিরিজের স্কুটারগুলি।

বাজার কাঁপাচ্ছে ইলেকট্রিক স্কুটার (Electric Scooter)

স্টাইলিশ লুকস ও অত্যাধুনিক প্রযুক্তির এই স্কুটারগুলি (Electric Scooter) বাইকপ্রেমীদের কাছে হতে পারে সেরা বিকল্প। S1X সিরিজে Ola S1X (2kWh), Ola S1X (3kWh), Ola S1X (4kWh), Ola S1X+ – এই চারটি স্বতন্ত্র মডেল নিয়ে এসেছে ওলা ইলেকট্রিক। সংস্থা ধারণা করছে, বাজেট ফ্রেন্ডলি এই ইলেকট্রিক স্কুটারগুলি দেশের মধ্যবিত্ত মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হতে পারে।

s1x sec 2 web02 v1

S1X (2kWh) মডেলটির দাম শুরু হচ্ছে Rs. ৬৯,৯৯৯ (এক্স-শোরুম দিল্লি) টাকা থেকে। S1X (3kWh) মডেলটির দাম  ৮৪,৯৯৯ টাকা, টপ-এন্ড 4kWh ভেরিয়েন্টটির দাম Rs. ৯৯,৯৯৯ টাকা ও S1X+ মডেলটির দাম ৯৪,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে।প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, তাদের টপ টায়ার 4kWh ভেরিয়েন্টটি সিঙ্গেল চার্জে 190 কিমি পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। 

আরোও পড়ুন : অবশেষে স্বস্তির নিঃশ্বাস! অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকতেই বেজায় খুশি পড়ুয়ারা

অন্যদিকে, বেস 2kWh মডেলটি সিঙ্গেল চার্জে ৯৫ কিলোমিটার পর্যন্ত দুর্দান্ত মাইলেজ প্রদান করবে। S1X সিরিজের ব্যাটারিগুলি হতে চলেছে ওলা ইলেকট্রিকের সেরা বাজি। শক্তিশালী ব্যাকআপ সহ এই ব্যাটারিগুলি জল ও ধুলো প্রতিরোধেও সক্ষম। IP67 রেটিং স্কুটারের ব্যাটারিগুলিকে যেকোনো চ্যালেঞ্জিং আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা প্রদান করে। 

Electric Scooter

2kWh মডেলটি ছাড়া অন্যান্য ভেরিয়েন্টার ব্যাটারির উপর থাকছে ৮ বছরের ওয়ারেন্টি। মাসিক কিস্তিতে থাকছে ওলার ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) কেনার সুবর্ণ সুযোগ। মাসিক ১৮৯৯ টাকা ইএমআইয়ের বিনিময়ে আজই ঘরে নিয়ে আসুন আপনার পছন্দের ওলা ইলেকট্রিকের আকর্ষণীয় স্কুটি। অনলাইনে টেস্ট ড্রাইভ অথবা স্কুটি বুকিং করতে ভিজিট করুন https://www.olaelectric.com/s1-x ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর