আজীবনে যত টাকা কামিয়েছেন মুকেশ আম্বানি, তার থেকে বেশি ১০ মাসে খোয়ালেন ইলন মাস্ক!

বাংলাহান্ট ডেস্ক : মুকেশ আম্বানি সারাজীবনে যত আয় করেছেন ইলন মাস্ক এ বছর তার চেয়ে বেশী লোকসান করেছেন। এ বছর মাস্কের সম্পত্তি ৯০.৮ বিলিয়ন ডলার কমেছে। যেখানে আম্বানির মোট সম্পত্তি ৯০ বিলিয়ন ডলার। মাস্ক এ বছর এখনো পর্যন্ত সবচেয়ে বেশী পরিমাণ সম্পত্তি হারানোর তালিকাতেও বিশ্বের এক নম্বর স্থানে উঠে এসেছেন।

ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গকে পেছনে ফেলে এই স্থান অর্জন করেছেন তিনি। তিনি বর্তমানে টুইটারের মালিক এবং তাঁর মোট সম্পত্তির পরিমাণ যা ক্ষতিগ্রস্ত হয়েছে টা হলো ৯০.৮ বিলিয়ন ডলার, ভারতীয় টাকার হিসেবে প্রায় ৭৪৪,৫৬০ কোটি টাকার সমান। যেখানে জুকারবার্গ-এর পরিমাণ ৮৮.২ বিলিয়ন ডলার।

মাস্ক, জুকারবার্গ-এর পাশাপাশি এ বছর তৃতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। যাঁর ৭৯.৫ বিলিয়ন ডলার টাকা ক্ষতি হয়েছে। এক বিলিয়ন যার অর্থ ১০০ কোটি টাকা। মাস্কের কাছে বর্তমানে ১৭৯ বিলিয়ন ডলারের সম্পত্তি আছে। অর্থাৎ তাঁর অর্থের মোট মূল্য হলো ১৭৯×১০০= ১৭৯০০ কোটি ডলার। যা ভারতীয় মূল্য হিসেবে প্রায় ৮২ টাকা প্রতি ডলার হারে প্রায় ১,৪৬৭,৮০০ কোটি টাকার সমান।

আসলে ইলন মাস্ক হন কী মার্ক জুকারবার্গ বা জেফ বেজোস তাঁদের সম্পত্তির সিংহভাগই আসে তাঁদের কোম্পানির শেয়ার থেকে। মাস্কের কোম্পানি টেসলার স্টক এ বছর এ পর্যন্ত ৫২ শতাংশের বেশি হারিয়েছে। একই সময়ে, মার্ক জুকারবার্গ-এর কোম্পানি মেটা-র শেয়ার এ বছর এখন পর্যন্ত ৭১ শতাংশের বেশি কমেছে। শেয়ারের পতন তাঁদের সম্পত্তিতেও প্রভাব ফেলছে।

Elon Musk Twitter

অন্যদিকে কোটিপতিদের তালিকায় তিন নম্বরে থাকা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি আয়ের দিক থেকে এখন এক নম্বরে। এবছর এখন পর্যন্ত তাঁর সম্পত্তি বেড়েছে ৫৯.৫ বিলিয়ন ডলার এবং তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৩৬ বিলিয়ন ডলার।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর