বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্কের সংস্থা টেসলা (Tesla)-র গাড়িগুলি সমগ্র বিশ্বেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। শুধু তাই নয়, অল্প সময়ের মধ্যেই এই সংস্থাটি হয়ে উঠেছে বিখ্যাত। এদিকে, সম্প্রতি একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে যে, ইলন মাস্ক (Elon Musk) শীঘ্রই আসছেন ভারত (India) সফরে। এমতাবস্থায়, টেসলার সাথে টাটা গ্রুপের (Tata Group) একটি চুক্তির বিষয় উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টেসলার প্রতিটি গাড়ি অত্যন্ত হাই এন্ড টেকনোলজির সাথে উপলব্ধ হয়। আর এটির জন্য প্রয়োজন পড়ে উচ্চ ক্ষমতার চিপ বা প্রসেসরের। তবে এবার জানা গিয়েছে যে, টেসলাকে এই চিপ সরবরাহ করবে টাটা ইলেকট্রনিক্স। এদিকে, বিগত কয়েক মাস ধরে ভারতে টেসলার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। ঠিক এই আবহেই একের পর এক বড় আপডেট সামনে আসছে।
এছাড়াও আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ইলন মাস্ক জানিয়েছেন যে, তিনি ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও সাক্ষাৎ করতে চান। প্রকাশিত রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ২২ এপ্রিল নাগাদ ইলন মাস্ক ভারতে আসতে পারেন। এমতাবস্থায়, ভারত সফরে এসে তাঁর বড় অঙ্কের বিনিয়োগের বিষয়েও শুরু হয়েছে জল্পনা। যদিও, তার আগেই টাটা ইলেকট্রনিক্স এবং টেসলার মধ্যেকার চুক্তি নিয়ে সর্বত্র আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি, এই চুক্তি সম্পন্ন হয়েছে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: ৬ টাকার একটি ডিম বিক্রি হল ২.৬ লাখে! এত দাম কেন? জানলে হুঁশ উড়বে
এদিকে, এই দুই সংস্থার মধ্যে চুক্তির বিষয়টি সম্পর্কে ইন্ডিয়ান ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক চন্দক জানিয়েছেন, টেসলার সাথে চুক্তি হওয়ার মাধ্যমে ইলেকট্রনিক্সের একটি নতুন সাপ্লাই চেন তৈরি হওয়ার জেরে নতুন ইকোসিস্টেম তৈরি হবে। পাশাপাশি অনুমান করা হচ্ছে যে টেসলার তরফে শীঘ্রই ভারতে ২ থেকে ৩ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা করা হতে পারে।
আরও পড়ুন: ইরান-ইজরায়েল যুদ্ধের মাঝেই খেল দেখাল চিন! বিশ্বে শোরগোল ফেলে দিল বেজিং
প্রসঙ্গত উল্লেখ্য, টাটা এবং টেসলার মধ্যে হওয়া চুক্তির পর টাটা ইলেকট্রনিক্স বর্তমানে সমগ্র বিশ্বব্যাপী বড় সংস্থাগুলির কাছে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে বিবেচিত হবে। তবে, এই চুক্তির বিষয়ে ওই দুই সংস্থার তরফে এখনও নির্দিষ্ট ভাবে কিছু জানানো হয়নি। পাশাপাশি, ওই চুক্তিতে কি কি বিষয় রয়েছে সেই সম্পর্কেও বিশদ তথ্য সামনে আসেনি।