ভারতে টেসলার প্রবেশ নিয়ে নীরবতা ভাঙলেন ইলন মাস্ক, প্ল্যান্ট স্থাপন নিয়ে বললেন বড় কথা

বাংলাহান্ট ডেস্ক : টেসলা নাকি আসছে ভারতে? এই খবরে উৎসাহিত ছিলেন অনেকেই। কিন্তু সব উৎসাহ সব জল্পনায় জল ঢেলে বাতিল হয়ে যায় টেসালার ভারতে কারখানা তৈরির পরিকল্পনা। কিন্তু টেসলার মতো কোম্পানি কেন এল না ভারতে? জানতে আগ্রহী ছিলেন অনেকেই। এবার সেই ভারতে না আসার কারণ নিয়ে প্রথম মুখ খুললেন টেসলার কর্ণধার ইলন মাস্ক।

আমেরিকার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কম্পানি টেসলার ভারতে আসার খবর বহুদিন ধরেই চর্চায় ছিল। এবার কোম্পানির সিইও এবং দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক নিজেই জানালেন কেন টেসলার ভারতে আসতে এত বেশি সমস্যা হচ্ছে? মাস্ক স্পষ্ট ভাষায় জানিয়েছেন ভারতে আসার পরিকল্পনা তাঁর কতদূর রূপায়িত হয়েছে এবং কেন তিনি ভারতে আসার ব্যপারে পদক্ষেপ পিছিয়ে নিয়েছেন?

   

এটা সবাই জানেন যে ইলন মাস্ক ট্যুইটারে খুব বেশি অ্যাক্টিভি থাকেন। সেই ট্যুইটারেই এক ব্যক্তি ভারতে আসার বিষয়ে ইলন মাস্ককে প্রশ্ন করেন। মাস্ক সেই উত্তরে বলেন, ‘টেসলা এমন কোনও জায়গায় কারখানা খুলবে না, যেখানে আগে থেকেই বিক্রি এবং সার্ভিসিং এর সুবিধা থাকবে না।’

ভারত সরকার ইলন মাস্ককে টেসলার কারখানা খোলার জন্য অনুমতি দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি জানান, টেসলা ভারতে বৈদ্যুতিক গাড়ি তৈরি করলে সরকারের কোনও সমস্যা নেই। কিন্তু টেসলা চিন থেকে কোনও কিছু আমাদানি করতে পারবে না। কিন্তু মাস্ক আগে বিক্রি পড়ে কারখানা তৈরির কথা বলেছেন।

নিতীন গডকড়ি ইলন মাস্ককে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, ভারতে বৈদ্যুতিন বাহনের বিরাট বাজার রয়েছে। তাছাড়া চিন থেকে উনি যা আমদানি করতে চাইছেন তা ভারতেও আছে। তাই টেসলাকে ভারতে বানিয়ে ভারতেই বিক্রি করার এক দারুণ সুযোগ রয়েছে ইলন মাস্কের সামনে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর