“শান্তির পথ খুঁজব”, ইউক্রেন যুদ্ধ নিয়ে মোদীর সঙ্গে আলোচনার পর কী জানালেন ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রোঁ?

Published on:

Published on:

Emmanuel Macron discusses Ukraine war with India.

বাংলা হান্ট ডেস্ক: শনিবার অর্থাৎ ৬ সেপ্টেম্বর, ২০২৫-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (India) ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছেন। ওই আলোচনায় দুই নেতৃত্বের মধ্যে ইউক্রেনের সংঘাত নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতির বিষয়টিও তাঁরা পর্যালোচনা করেছেন।

ভারতের (India) প্রসঙ্গে কী জানালেন ম্যাক্রোঁ?

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদী তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে এই তথ্য দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী পোস্টে বলেছেন, “রাষ্ট্রপতি ম্যাক্রোঁর সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছি এবং ইতিবাচকভাবে মূল্যায়ন করেছি। ইউক্রেনের সংঘাতের দ্রুত অবসান ঘটানোর প্রচেষ্টা সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলি নিয়ে মতামত বিনিময় করেছি। ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।”

ভারত-ফ্রান্স সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, বরং আরও অনেক দিক থেকেই শক্তিশালী: উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী মোদীর প্রতিক্রিয়ায় এটাই স্পষ্ট হয় যে ভারত (India) ও ফ্রান্সের সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, বরং অর্থনৈতিক, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও গভীর। দুই দেশ গত কয়েক বছর ধরে প্রতিরক্ষা উৎপাদন থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তি এবং রিনুয়েবিল জ্বালানি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করছে। তাই, এই আলোচনা ওই প্রকল্পগুলির অবস্থা আরও জোরদার করেছে।

ম্যাক্রোঁর আগে, ইউরোপীয় কমিশনের সভাপতি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন: উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী মোদী এবং ম্যাক্রোঁর মধ্যে এই কথোপকথনটি ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার দুই দিন পরে সম্পন্ন হয়েছে। যেখানে
উরসুলা ভন ডের লেইন জোর দিয়ে জানিয়েছিলেন যে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে এবং শান্তির পথ প্রশস্ত করতে ভারতের (India) ভূমিকা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: অতিরিক্ত শুল্কের আবহেই ভারত পেল “গুড নিউজ”, উপচে পড়ল সরকারের কোষাগার, কী অবস্থা পাকিস্তানের?

এদিকে, প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও যোগাযোগ করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ যুদ্ধের অবসান ঘটাতে তিনি বারবার আলোচনা ও কূটনীতির আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলার পর কী জানান ম্যাক্রোঁ: জানিয়ে রাখি যে, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল
ম্যাক্রোঁ শনিবার ভারতের (India) প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি জানান, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি। গত বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর, ২০২৫) প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি এবং আমাদের অংশীদারদের সঙ্গে আমরা যে ফলাফলে পৌঁছেছি সেই সম্পর্কে আমি তাঁকে অবহিত করেছি।

আরও পড়ুন: মাত্র ২,০০০ টাকার খরচে বিয়ে! একজন IAS, অন্যজন IPS; চমকে দেবে এই দম্পতির সাফল্যের কাহিনি

ম্যাক্রোঁ আরও জানান, “ইউক্রেন সম্পর্কে ভারত (India) ও ফ্রান্সের একটি সমান ইচ্ছা যে ইউক্রেনে একটি তাৎক্ষণিক এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হোক। আমাদের বন্ধুত্ব এবং কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে, আমরা শান্তির পথ নির্ধারণের জন্য একসঙ্গে এগিয়ে যাব।”

SCO শীর্ষ সম্মেলন চলাকালীন জেলেনস্কির সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী: উল্লেখ্য যে, সম্প্রতি চিনের তিয়ানজিনে সম্পন্ন হওয়া SCO শীর্ষ সম্মেলনে পুতিনের সঙ্গে দেখা করার আগে প্রধানমন্ত্রী মোদী জেলেনস্কির সঙ্গে ইউক্রেনের যুদ্ধ এবং শান্তির সম্ভাবনা নিয়ে ফোনে কথা বলেন। ওই কথোপকথনের পর, জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যে ভারত (India) শীর্ষ সম্মেলনের সময় রাশিয়া এবং অন্যান্য নেতাদের যথাযথ সংকেত দিতে প্রস্তুত। এর আগে গত ১১ অগাস্টও প্রধানমন্ত্রী মোদী এবং জেলেনস্কির মধ্যে কথোপকথন সম্পন্ন হয়েছিল।