কাশ্মীরে শুটিং সেটে পাথর ছোঁড়ার ঘটনা! আহত হওয়ার খবর নিয়ে মুখ খুললেন ইমরান হাশমি

বাংলাহান্ট ডেস্ক: নতুন মাল্টিপ্লেক্স উদ্বোধনের আগেই ফের অশান্ত হয়ে উঠল কাশ্মীর (Jammu and Kashmir)। ইমরান হাশমির (Emraan Hashmi) একটি ছবির শুটিংয়ের সময়ে পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে। পহেলগাঁওতে শুটিংয়ের সময়েই নাকি ওই ঘটনা ঘটে। এমনকি শোনা গিয়েছিল, পাথর ছোঁড়ার ঘটনায় নাকি আহতও হয়েছিলেন ইমরান। জল্পনা উঠতেই মুখ খোলেন অভিনেতা।

টুইটে এই খবর ‘ভুয়ো’ বলে দাবি করেন ইমরান। তিনি লিখেছেন, ‘কাশ্মীরের মানুষজন খুব উষ্ণ অভ‍্যর্থনা করেছেন। শ্রীনগর আর পহেলগাঁওতে শুটিং করে খুব আনন্দ পেলাম। পাথর ছোঁড়ার ঘটনায় আমার আহত হওয়ার খবর সম্পুর্ণ মিথ‍্যে।’

Emraan Hashmi picture 1280x720 1
কাশ্মীরের অনন্তনাগ জেলায় ‘গ্রাউন্ড জিরো’ ছবির শুটিং করছেন ইমরান। গত রবিবার সেই শুটিং শেষ হওয়ার মুখেই নাকি এক ব‍্যক্তি ছবির কলাকুশলীদের উপরে পাথর ছুঁড়তে থাকেন। পহেলগাঁওতে এক থানায় দায়ের হয়েছিল অভিযোগ। ঘটনায় একজনকে অভিযুক্ত সন্দেহে গ্রেফতারও করা হয়েছে বলে জানানো হয় পুলিসের তরফে।

সঙ্গে জানানো হয়েছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। একজনই মাত্র এর সঙ্গে যুক্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। পুলিসের তরফে জানানো হয়েছে, বিগত দু সপ্তাহ ধরে কাশ্মীরে শুটিং করছেন ইমরান হাশমি। কিন্তু কখনো কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়নি।

প্রসঙ্গত, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের জন‍্য খুলে গেল প্রথম মাল্টিপ্লেক্স। প্রায় তিন দশক পর ফের হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ পেল কাশ্মীরবাসী। জম্মু ও কাশ্মীরের লেফটেন‍্যান্ট গভর্নর মনোজ সিনহা শ্রীনগরে প্রথম মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেন। আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবির স্পেশ‍্যাল স্ক্রিনিং হয়েছে এদিন।

সেই ১৯৮০ র দশকে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গিয়েছিল জম্মু ও কাশ্মীর জুড়ে। বিনোদন জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল উপত‍্যকা। ছবির শুটিং হলেও প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার সুযোগ পেতেন না জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা। অবশেষে ফের মিলবে সেই সুযোগ।

Niranjana Nag

সম্পর্কিত খবর