কাশ্মীরে সেনা-জঙ্গির গুলির লড়াই, সেনার অভিযানে নিকেশ দুই সন্ত্রাসী

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের কুলগাঁও জেলার চিম্মর এলাকায় জঙ্গি আর সেনার মধ্যে এনকাউন্টার চলছে। এই এনকাউন্টারে সেনা দুই জঙ্গিকে নিকেশ করেছে। গোটা এলাকা ঘেরাবন্দি করা তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

বলে দিই, সেনা এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়েছিল। এরপর ঘেরাবন্দি করে তল্লাশি অভিযান শুরু করা হয়। আর সেই সময় জঙ্গিরা সেনার উপর ফায়ারিং করা শুরু করে দেয়, এরপরই এনকাউন্টার শুরু হয়। সেনা আশঙ্কা জাহির করেছে যে, এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে তাই সতর্কতা অবলম্বন করে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, জম্মু কাশ্মীরের অবন্তিপোরার হরিপরিগাম এলাকায় ২৭ জুন জঙ্গিরা প্রাক্তন SPO ফৈয়াজ আহমেদ, ওনার স্ত্রী আর মেয়েকে গুলি করে খুন করে। এসপিও ঘটনাস্থলেই মারা যান। ওনার স্ত্রী আর মেয়েকে গুলি লাগার পর হাসপালাতে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে চিকিৎসা চলাকালীন তাঁদের মৃত্যু হয়।

জঙ্গিরা ঘরে ঢুকে আচমকাই ফায়ারিং শুরু করে দেয়। জঙ্গিদের এই হামলায় প্রাক্তন এসপিওর ঘটনাস্থলেই মৃত্যু হয়। ওনার পরিবারের আরও দুজন সদস্য গুরুতর জখম হয়। চিকিৎসা চলাকালীন তাঁদেরও মৃত্যু হয়। কাশ্মীর জোনের আইজি বিজয় কুমার এসপিও-র আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের বাকি সদস্যদের প্রতি সহানুভূতি ব্যক্ত করেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর