বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের (Jammu-Kashmir) শ্রীনগরে নবাকদল এলাকায় সোমবার রাত থেকে চলা জঙ্গি আর ভারতীয় সেনার (Indian Security Force) মধ্যে এনকাউন্টারে দুই জঙ্গি খতম হয়েছে। এনকাউন্টার শুরু হওয়ার সাথে সাথে গোটা এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই এলাকায় বেশ কিছু জঙ্গি লুকিয়ে ছিল আর তাঁরা লাগাতার ফায়ারিং করছিল।
ভারতীয় সেনার জওয়ানরা জঙ্গিদের প্রতিটি গুলির যোগ্য জবাব দেয়। তবে এই এনকাউন্টারে সিআরপিএফ এর এক জওয়ান আর পুলিশের দুই জওয়ান আহত হয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় সেনা গোপন সূত্রে খবর পেয়েছিল যে নবাকদল এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে। আর তাঁরা কোন বড়সড় হামলার ষড়যন্ত্র কষছে। গোপন খবর পাওয়ার পর সোমবার রাতে জম্মু কাশ্মীর পুলিশ আর সিআরপিএফ এর সংযুক্ত দল গোটা এলাকা ঘিরে সার্চ অপারেশন চালায়।
সেনাকে দেখে জঙ্গিরা লাগাতার ফায়ারিং করতে থাকে। এরপর সেনাও যোগ্য জবাব দেয়। সুরক্ষার কারণে গোটা এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হামলায় দুই জঙ্গি খতম হয়েছে আর সিআরপিএফ এর এক জওয়ান সমেত দুই পুলিশের জওয়ান আহত হয়েছেন।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…