১০০-২০০ কোটি নয়! নিয়োগ দুর্নীতিতে মোট কত টাকা বাজেয়াপ্ত করেছে ED? অঙ্কটা শুনলে মাথা বনবন ঘুরবে!

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষা দফতরের একাধিক উচ্চপদস্থ আধিকারিকের নাম জড়িয়েছে এই মামলায়। এবার এই মামলায় মোট কত টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তা বিবৃতি প্রকাশ করে জানাল ইডি (Enforcement Directorate)।

২০২২ সালের জুলাই মাসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বিগত প্রায় দু’বছর ধরে তিনি জেলবন্দি। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়িতে হানা দিয়ে আবার উদ্ধার হয়েছিল টাকার পাহাড়। টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় ২১ কোটি এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় ২৭ কোটি ৯০ লাখ টাকা উদ্ধার করে ইডি। অর্পিতার জীবনও আপাতত জেলের চার দেওয়ালের মধ্যেই কাটছে।

এদিকে পার্থ-বান্ধবীর ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা সামনে আসায় স্বভাবতই শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে। তবে এই অঙ্কটাকে ‘হিমশৈলের চূড়া’ বললে খুব একটা ভুল হয় না। কারণ সম্প্রতি একটি বিবৃতি প্রকাশ করে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (WB Teacher Recruitment Scam) বাজেয়াপ্ত মোট টাকার পরিমাণটা ফাঁস করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, স্থাবর-অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট ৩৬৫ কোটি টাকার প্রপার্টি বাজেয়াপ্ত করেছে তাঁরা।

আরও পড়ুনঃ শাহজাহান তো নস্যি! এবার ভাই আলমগিরের বিরাট কীর্তি ‘ফাঁস’ করল ED

পার্থ, অর্পিতার পর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের আরও একাধিক হেভিওয়েটের নাম জড়িয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য হয়ে তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল ভট্টাচার্য, তদন্তকারী সংস্থার জালে জড়িয়েছেন অনেকেই।

enforcement directorate ed partha chatterjee arpita mukherjee teacher recruitment scam

টাকার বিনিময়ে ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীদের চাকরি পাওয়ার জন্য দুর্নীতির একটা চক্র তৈরি হয়েছিল। রাজ্যের হেভিওয়েট রাজনীতিক থেকে শুরু করে শিক্ষা দফতরের বহু আধিকারিক এই চক্রের অংশ ছিলেন বলে অনুমান। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। দুর্নীতির টাকা দিয়েই এই সকল সম্পত্তি কেনা হয়েছে বলে অনুমান। এখনও অবধি মোট কত টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবার বিবৃতি প্রকাশ করে সেটাই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর