ভোটের মধ্যে বাংলায় ফের ED অভিযান! এবার স্ক্যানারে কে? ফাঁস নাম-পরিচয়

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচন একেবারে শেষ লগ্নে এসে গিয়েছে। আগামী ১ জুন রাজ্যে সপ্তম দফার ভোট। বাংলার ৯টি আসনে ভোট রয়েছে শনিবার। এর মাঝেই ফের শুরু ইডির (Enforcement Directorate) অ্যাকশন! এদিন রাজারহাটের ভাতেণ্ডা অঞ্চলের একটি অভিজাত আবাসনে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। এবার আতসকাঁচের তলায় কে? তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

মঙ্গলবার রাজারহাটের (Rajarhat) ওই আবাসনে হানা দেওয়ার পাশাপাশি নিউটাউনের আরও বেশ কিছু এলাকায় ED তল্লাশি চালাচ্ছে বলে খবর। ওই অভিজাত আবাসনের একজন ব্যবসায়ীর বাড়িতে এদিন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা অভিযান (ED Raid) চালায় বলে জানা যাচ্ছে। অনুমান, ভিনরাজ্যের একটি ব্যাঙ্ক প্রতারণার মামলার তদন্ত সূত্রেই ওই আবাসনে হানা দিয়েছেন ED আধিকারিকরা।

   

জানা যাচ্ছে, রাজারহাটের শান্তিনিকেতন আবাসনের ৩ নং টাওয়ারের ডি৪ রুমে ED-র তল্লাশি চলছে। ভিনরাজ্যের  একটি ব্যাঙ্ক প্রতারণার মামলা সূত্রে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। ওই ব্যাঙ্ক প্রতারণার মামলার সঙ্গে কলকাতার এই পর্যটন ব্যবসায়ীর যোগ রয়েছে এই সন্দেহে তাঁর বাড়ি এবং সংস্থার আর একজন ডিরেক্টরেট বাড়িতে অভিযান চালায় ED।

আরও পড়ুনঃ BJP-র ‘বেস্ট পারফর্মিং স্টেট’ বাংলা! ‘তৃণমূল অস্তিত্বের লড়াই লড়ছে’, ভোট শেষের আগে বিস্ফোরক মোদী

সূত্র মারফৎ জানা যাচ্ছে, ওই পর্যটন ব্যবসায়ীর নাম সন্তোষ বর্মা। একটি পর্যটন ও হোটেল চেন সংস্থার যুগ্ম ডিরেক্টর। দেশের একাধিক রাজ্যে তাঁদের হোটেল রয়েছে বলে খবর। পুরী, ভুবনেশ্বর, দার্জিলিংয়ে ওই সংস্থার হোটেল আছে। এদিন তাঁর বাড়িতেই ED হানা হয়েছে বলে জানা যাচ্ছে।

Enforcement Directorate ED

উল্লেখ্য, বিগত কয়েক মাসে পশ্চিমবঙ্গের বুকে একাধিকবার অ্যাকশনে দেখা গিয়েছে ED-কে। ভোটের আবহে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল সেই সময়। এবার শেষ দফার ভোটের আগে ফের একবার অ্যাকশনে দেখা গেল ED-কে। এবার এই অভিযান নিয়ে রাজ্যবাসীর মনে কৌতূহল তৈরির পাশাপাশি শুরু হয়েছে আলোচনা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর