বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন দেশের মোট ২৮টি মেডিকেল কলেজে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। সকাল থেকে কলকাতা, হলদিয়া, পূর্ব মেদিনীপুর–সহ রাজ্যের নানা প্রান্তে ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।
লক্ষ্মণ শেঠের (Laxman Seth) বাড়িতে ইডির তল্লাশি
জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের মোট আটটি মেডিকেল কলেজে তল্লাশি চালিয়েছে ইডি। পাশাপাশি ওই মেডিকেল কলেজগুলির মালিকদের বাড়িতেও হানা দিয়েছে ইডি। সেই সূত্রেই এদিন তল্লাশি চলে প্রাক্তন সিপিএম সংসদ লক্ষণ শেঠের (Laxman Seth) বাড়িতে। জানা যাচ্ছে লক্ষণ শেঠের অঙ্গীকার নামের একটি বাড়ি রয়েছে। সেখানেই গিয়ে বেশ কিছুক্ষণ তদন্ত চালায় ইডির আধিকারিকরা।
প্রসঙ্গত হলদিয়ার বুকেই তৈরি হয়েছে লক্ষণ শেঠের স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মেডিকেল ও ডেন্টাল কলেজ। সেখানেই এদিন চিরুনি তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। জানা যাচ্ছে এদিন ‘অঙ্গীকার’ নামের ওই বাড়িতেই উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ। লক্ষ্মণ শেঠের (Laxman Seth) বাড়ির পাশাপাশি তাঁর তৈরি করা বেসরকারি হাসপাতাল ‘আই কেয়ার’-এও তল্লাশি চালিয়েছে ইডি।
কেন এই অভিযান?
জানা যাচ্ছে ডাক্তারিতে এনআরআই কোটা নিয়ে নানা দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য হাতে এসেছে ইডির। ভুয়ো নথি দেখিয়ে এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। তাছাড়া এই দুর্নীতির একাধিক অভিযোগ জমা পড়েছিল ইডির কাছে। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা। তাঁদের আশঙ্কা এইভাবে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে।
মেডিকেলের এনআরআই কোটা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে আগেই। অভিযোগ শংসাপত্র দেখিয়ে অনেক ক্ষেত্রেই সুযোগ পাচ্ছেন বহু অযোগ্য প্রার্থীরা। যার ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত হচ্ছে বহু যোগ্য প্রার্থী। ভুল শংসাপত্র দেখিয়ে ভর্তির জন্য প্রচুর অবৈধ টাকা-পয়সার লেনদেন হচ্ছে বলেই অভিযোগ।