বাংলাহান্ট ডেস্ক : শহরে ফের ইডির (Enforcement Directorate) হানা। বড়সড় অঙ্কের আর্থিক তছরুপের তল্লাশি চালাতে কলকাতার একাধিক ঠিকানায় হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। মুকুন্দপুরের এক অভিজাত আবাসনেও এদিন উপস্থিত হন ইডি আধিকারিকরা। লেসলি অ্যান্থনি নামে এক ব্যক্তির খোঁজে চলে তল্লাশি।
আর্থিক তছরুপের মামলায় শহরে অভিযান ইডির (Enforcement Directorate)
জানা গিয়েছে, দিল্লির একটি আর্থিক তছরুপের মামলাতেই শহরে ফের পা রাখলেন ইডি (Enforcement Directorate) আধিকারিকরা। ৯৩ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে লেসলি এবং তাঁর সংস্থা BRH WEALTH CREATOR এর বিরুদ্ধে। কলকাতার এই কোম্পানিটির মালিক মুরুগেশ দেবসারিয়া। ২০০৪ সালে কলকাতার তপসিয়া এলাকায় অফিস খোলে এই সংস্থা।
মোটা টাকার তছরুপের অভিযোগ: যেমনটা জানা যাচ্ছে, ব্যক্তিগত বিনিয়োগ এবং শেয়ার কেনাবেচার উপরে লক্ষ্য রেখে প্রতারণার জাল বিছিয়ে দিত এই সংস্থা। শিকারদের ফোন নম্বর জোগাড় করে কিছু নির্দিষ্ট শেয়ার কেনার জন্য প্রভাবিত করা হত। এই ভাবেই দিল্লির এক দম্পতির থেকে সাড়ে ৩ কোটি টাকার প্রতারণা করা হয় বলে অভিযোগ। SEBI তে মামলা করেন ওই দম্পতি। সেই সূত্রেই ইডির (Enforcement Directorate) তল্লাশি বলে জানা যাচ্ছে। গুজরাটের ভাদোদরা থেকে সম্প্রতি তাঁকে গ্রেফতার করা হয়।
আরো পড়ুন : একাধিক প্রকল্পে আটকে অর্থ, রাজ্যের ২৩৩০ কোটি টাকা পাওনার জন্য শাহের বৈঠকে সরব চন্দ্রিমা
মুকুন্দপুরে হানা ইডির: মোট ৯৩ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে লেসলি এবং তাঁর সংস্থার বিরুদ্ধে। তাঁর খোঁজে মুকুন্দপুর এলাকার উত্তলিকা স্কাইরাইজ বিল্ডিংয়ের ২০ তলার ১৭ নম্বর ফ্ল্যাটে হানা দেয় ইডি। জানা গিয়েছে, ওই ফ্ল্যাটের আসল মালিক বিশাখা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই বাইরে থাকেন। ফ্ল্যাটটি তিনি ভাড়ায় দিয়ে রেখেছিলেন।
আরো পড়ুন : ‘৭৫ হলে থামতে হয়’, এবছরেই অবসর? ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা বাড়ালেন মোহন ভাগবত
ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, প্রায় বছর খানেক আগে ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল লেসলি। কিন্তু পরে ফ্ল্যাটটি ছেড়ে দেয় সে। একটি বেসরকারি ব্যাঙ্কের মাধ্যমে চলত আর্থিক তছরুপ। ওই ব্যাঙ্কেরই একটি বড় পোস্টে অ্যান্থনি কাজ করত বলে জানা গিয়েছে।