একই সাথে কলকাতার তিন জায়গায় ED’র হানা! প্রকাশ্যে এল আসল কারণ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আজ ইডির পক্ষ থেকে কলকাতার একাধিক জায়গায় হানা দেওয়া হল। ইডির পক্ষ থেকে আজ কলকাতার তিনটি নির্মাণকারী সংস্থার অফিসে তল্লাশি চালানো হয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আজ এজেসি বোস রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড ও ক্যামাক স্ট্রিটের তিনটি অফিসে তল্লাশি চালিয়েছে।

অন্যদিকে, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আজ অভিযোগ তুলেছেন রাজ্যে অন্যায়ভাবে ১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে আই প্যাককে। শুভেন্দুর দাবি, এই দুর্নীতির সাথে যুক্ত রয়েছে রাজ্য সরকারের সংস্থা ওয়েবেল। এর সাথে শুভেন্দু বলেছেন, এই ব্যাপারে সাংবাদিক বৈঠক করে তিনি তথ্য ও প্রমাণ পেশ করবেন আগামী মঙ্গলবার।

শুভেন্দু অধিকারী গত সোমবার বলেন, সিবিআই (Central Bureau of Investigation) ও ইডির (Enforcement Directorate) দফতরে তিনি গিয়ে তথ্য দিয়ে জানাবেন কীভাবে চিটফান্ড কেলেঙ্কারির সাথে মুখ্যমন্ত্রী জড়িত। এমন অবস্থায় আজকে তিন জায়গায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তল্লাশি নতুন করে রাজ্য সরকারের উপর চাপ বাড়াবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

অনেকের মতে আজকে ইডির তিন জায়গায় তল্লাশির পিছনে রয়েছে বিশেষ কারণ। সূত্রের খবর, আজ শহরের যে তিনটি সংস্থায় তল্লাশি চালানো হয়েছে সেই সংস্থাগুলি দ্বারা কালীঘাটের কাকুর টাকা বাজারে খাটানো হত বলে খবর রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে। কালীঘাটের কাকুর টাকার সন্ধানে মূলত এই তল্লাশি অভিযান চালানো হয়েছে আজ বলে অনেকের অনুমান।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X