ফের নজরে কোনও প্রভাবশালী? একযোগে কলকাতা সহ ৬ জায়গায় ইডির হানা, প্রাণ ওষ্ঠাগত অনেকের

বাংলা হান্ট ডেস্ক : বুধবার সকাল থেকে ফের একবার তেড়েফুঁড়ে মাঠে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। কলকাতা (Kolkata) সহ সল্টলেক এবং ইছাপুরের মোট ৫-৬টি জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তবে এবার নিয়োগ দুর্নীতি বা রেশন দুর্নীতি নয়, সম্পূর্ণ ভিন্ন একটি আর্থিক দুর্নীতির মামলার তদন্ত শুরু করেছে সংস্থাটি।

গত বছরের শেষ থেকেই অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে ইডি। বাংলার কোনায় কোনায় চলছে তদন্ত। বিগত কয়েক সপ্তাহ ধরে কখনও রেশন দুর্নীতি তো কখনও আবার নিয়োগ দুর্নীতির মামলায় ইডির দল পৌঁছে গেছে রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বদের দরজায়। শহর থেকে শহরতলী ইডির নজর থেকে বাদ যায়নি কোনও জায়গা‌।

বুধবারও ইডি কর্তারা পৌঁছে গেছে মধ্য কলকাতার এক ব্যবসায়ীর বাড়িতে। তল্লাশি চলছে সল্টলেকের এক ব্যবসায়ীর বাড়িতেও। ইডি সূত্রে জানা যাচ্ছে, এই ব্যবসায়ীদের কারও রয়েছে শেয়ারের ব্যবসা তো কারও আবার রয়েছে মোবাইল সংক্রান্ত ব্যবসা। তবে এই মামলাটি রাজ্যের নয়‌। এই মামলাটি মূলত ছত্তীসগঢ়ের।

আরও পড়ুন : অধীরদের দোষারোপ, কংগ্রেস ছেড়ে কী তবে বিজেপিতে? জল্পনা বাড়ালেন খোদ কৌস্তভ

সেই রাজ্যের জিএসটি সংক্রান্ত একটি আর্থিক দুর্নীতির মামলার সূত্র ধরেই পশ্চিমবঙ্গে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ইডি কর্তাদের দাবি, ছত্তীসগঢ়ের এই মামলার যোগসূত্র রয়েছে বাংলার সাথেও। তার জেরেই বাংলায় খানা তল্লাশি শুরু করেছে ইডি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর