বাংলা হান্ট ডেস্ক : হাতে মাত্র আর দু’দিন। তারপরেই মুক্তি পেতে চলেছে শাহরুখ খান (Shah Rukh Khan) এবং তাপসী পান্নু অভিনীত ছবি ‘ডানকি’ (Dunki)। দেশজুড়ে শাহরুখ ভক্তদের যখন খুশির কোনও ঠিকানা নেই ঠিক তখনই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এবার ইডির ডাক পৌঁছে গেল মন্নতের দরজায়। সূত্রের খবর, এবার এনফোর্স্টমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) নজরে গৌরী খান(Gauri Khan)। ইতিমধ্যেই পৌঁছে গেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, বাদশা পত্নী গৌরী খান পেশায় একজন ইন্টিরিয়র ডিজাইনার। বলিউডের নামিদামি তারকাদের বাড়িকে নিজের মনের মত করে সাজিয়েছেন তিনি। রয়েছে তার নিজস্ব কোম্পানিও। সেই সাথে রেড চিলিজ প্রযোজনা সংস্থার মালকিনও তিনিই। আর এবার সেই গৌরী খানের নাম জুড়লো রিয়েল এস্টেট কোম্পানি তুলসিয়ানি গ্রুপের আর্থিক তছরুপের মামলায়।
খবর মিলেছে এই কোম্পানিটি তাদের বিনিয়োগকারী এবং ব্যাঙ্ক থেকে মোট ৩০ কোটি টাকার জালিয়াতি করেছে। আর সেই কেসের তদন্ত করতে গিয়েই গৌরীর কাছে পৌঁছেছে ED। আসলে শাহরুখ পত্নী গৌরী ছিল এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর। সেখান থেকেই উঠে এসেছে মিসেস খানের নাম। তার বিরুদ্ধে সরাসরি জালিয়াতির অভিযোগ না থাকলেও গৌরী খান ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তাই এই বিশ্বাসভঙ্গের দায় বর্তায় তার উপরেও।
ইডি সূত্রে খবর, তুলসিয়ানি গ্রুপের বিরুদ্ধে মোট প্রায় ৩০ কোটি টাকা জালিয়াতির খবর সামনে এসেছে। আর এই মামলার তদন্ত করতে গিয়ে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে উঠে এসেছে গৌরী খানের নাম। তদন্তকারী সংস্থা জানিয়েছে, এক্ষেত্রে গৌরী খানের বয়ান গুরুত্বপূর্ণ। তিনি পারিশ্রমিক হিসেবে কত টাকা নিয়েছিলেন, তাদের মধ্যে কী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এই সমস্ত তথ্যকে একবার খতিয়ে দেখতে চায় ইডি।