কয়লাকাণ্ডে উঠে এল তৃণমূলের আরেক বিধায়কের নাম, আবারও মলয় ঘটককে তলব ইডির

বাংলাহান্ট ডেস্ক: কয়লা পাচারকান্ডে (Coal Smuggling) জেরবার রাজ্য সরকার। ইতিমধ্যেই তৃণমূলের (Trinamool Congress) বহু শীর্ষস্থানীয় নেতৃত্বের নাম জড়িয়েছে এই দুর্নীতিতে। এবার ইডির আতশ কাঁচের তলায় ঘাসফুল শিবিরের বিধায়ক সুশান্ত মাহাতের (Sushanta Mahato) ছবিও উঠে এল। কয়লা পাচারকাণ্ডে তদন্তের গতি বাড়াতে বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতকে দিল্লিতে ইডির (ED) তরফে তলব করা হয়েছে। একইসঙ্গে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককেও (Malay Ghatak) ফের ডেকে পাঠিয়েছে ইডি।

সূত্রে খবর, শুক্রবার সকাল ১১টা নাগাদ দিল্লিতে ইডির সদর দফতরে হাজির হতে হবে তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতকে। আর্থিক লেনদেন সংক্রান্ত নথিই যাচাই করতে গিয়ে উঠে এসেছে সুশান্তর নাম। লালার সদর দফতরে তল্লাশি চালানোর পর যে নথি পাওয়া গিয়েছে তাতেই বাঘমুন্ডির বিধায়কের যুক্ত থাকার বিষয়টি ধরা পড়েছে।

   

অনুপ মাঝির বাড়ির এলাকায় জন প্রতিনিধি হিসেবে সুশান্তর নজরেই সবকিছু ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। তাই ইডির আধিকারিকদের মতে, সমস্ত তথ্য-প্রমাণ সামনে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

অন্যদিকে, মলয় ঘটককে এই নিয়ে পঞ্চমবারের জন্য ডাক পাঠাল ইডি। ইডির তরফে জানানো হয়েছে, মন্ত্রী মলয় ঘটকের কাছে এটাই শেষ নোটিস। এবারও যদি তিনি হাজিরা না দেন, তবে এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে ইডির পক্ষ থেকে। ইডির আধিকারিকদের সূত্রে খবর, তদন্ত করতে গিয়ে একাধিক সাক্ষী মলয়ের নাম তুলে ধরেছেন। শুধু তাই নয়, কয়লা মাফিয়াদের বয়ানেও তাঁর নামের উল্লেখ পাওয়া গিয়েছে। ফলে, সব মিলিয়ে ইডির আধিকারিকদের কড়া নজরে মলয় ঘটক। প্রয়োজনে সুশান্ত এবং মলয়কে মুখোমুখি বসিয়েও জেরা করে হতে পারে বলে জানা গিয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর