শাহজাহানের নয়া দুর্নীতির খোঁজ! সকাল থেকে ৬ জায়গায় ED-র ম্যারাথন তল্লাশি

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রের সকালে ফের সক্রিয় ইডি (Enforcement Directorate’s)। এবার পুলিশের খাতায় ‘ফেরার’ সন্দেশখালির শেখ শাহজাহান ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ীদের বাড়িতে চলছে ম্যারাথন তল্লাশি। সূত্রের খবর, আমদানি-রফতানি ব্যবসা সংক্রান্ত একটি মামলাতে এদিন হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ছ’জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মজুত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।

সূত্রের খবর,সম্প্রতি আমদানি-রফতানির (Import-Export) ব্যবসায় অনিয়ম নিয়ে নতুন করে দায়ের হওয়া ইসিআইআর এর ভিত্তিতেই শুরু হয় তদন্ত। ইডি সূত্রে জানা গিয়েছে এদিন সকাল ৭টা নাগাদ হাওড়ার হালদারপাড়া এবং কলকাতার বিজয়গড়ের একটি ঠিকানায় পৌঁছে যান ইডি অফিসাররা। চলছে তল্লাশি।

ওদিকে হাওড়ার হালদারপাড়ায় পার্থপ্রতিম সেনগুপ্ত নামের এক চিংড়ি ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ব্যবসায়ী চিংড়ি মাছের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। যদিও আরও অনেক ব্যবসাও রয়েছে তার। ইডি সূত্রে খবর, আমদানি-রফতানির ব্যবসায় জমি-ভেড়ির টাকার বিনিয়োগ, সীমান্ত পার করে মাছ বা অন্যান্য সামগ্রী রফতানি করা হত কি না, সেই সমস্ত বিষয়েই খোঁজ নিতে চলছে তল্লাশি।

বিজয়গড়ে ব্যবসায়ী অরূপ সোমের বাড়িতেও পৌঁছে গিয়েছে ইডি। শুরু হয়েছে তল্লাশি। তৃণমূল নেতা শাহজাহান শেখের সঙ্গে এই ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ ছিল বলে খবর মিলেছে ইডি সূত্রে। এরা সকলেই আমদানি-রফতানি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত।

প্রসঙ্গত, সন্দেশখালিতে শাহজাহান এবং তার সঙ্গী শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে জমি জবরদখল করে ভেড়ি বানানো, মুরগির খামার বানানোর মতো বহু অভিযোগ রয়েছে। এবার সেই সবের সূত্র ধরেই ময়দানে ইডি। এর আগে গত ৫ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে শাহজাহানের ঠিকানায় হানা দেয় ইডি। তবে তৃণমূল নেতার অনুগামীদের হাতে মার খেয়ে এলাকাছাড়া হতে হয় তাদের।

সেই ঘটনার পর ৪৭ দিন পেরিয়ে গেলেও এখনও অধরা সন্দেশখালির বেতাজ বাদশা। এদিকে চলতি মাসের শুরুতে শাহজাহানের সঙ্গী উত্তর সর্দার, শিবু হাজরাদের অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সন্দেশখালির মহিলারা। দফায় দফায় উত্তপ্ত হয় ওঠে এলাকা।

shahjahan

আরও পড়ুন : শাহজাহানের পর সিরাজ, এবার ডাক্তারের মৃত্যুদণ্ডের দাবিতে রাস্তায় মহিলারা, এর পরিচয় জানলে শিউরে উঠবেন

ইতিমধ্যেই ধর্ষণ, খুন সহ একাধিক অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা উত্তম ও শিবু। তবে এখনও পর্যন্ত শাহজাহানের টিকির নাগাল পায়নি পুলিশ। সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শাহজাহান এখনও পালিয়ে বেড়াচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর