‘সেই সময়..,’ বিচারপতির সামনে হাউ-হাউ করে কান্না, সব বলে দিলেন নিয়োগ দুর্নীতির মানিক?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় বহুদিন জেলবন্দি। এরই মাঝে ভরা এজলাসে হাউ হাউ করে কেঁদে ভাসালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মানিকের জামিন মামলার শুনানির জন্য ওঠে। সেখানেই ইডির যুক্তি শুনে কেঁদে ফেলেন জেলবন্দি তৃণমূল বিধায়ক।

ভরা এজলাসে কেঁদে ভাসালেন নিয়োগ দুর্নীতির মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)

সোমবার মানিকের জামিনের বিরোধিতা করে আদালতের সামনে কিছু নথি তুলে ধরেন ইডির আইনজীবী। বলেন, মানিকের ছোট ভাই নিজেই তার দাদার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। মানিক যে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তার ইঙ্গিত ওনার ভাইয়ের বক্তব্য থেকেই মিলেছে।

ইডির যুক্তি শুনেই ভার্চুয়াল শুনানিতে কান্নায় ভেঙে পড়েন মানিক ভট্টাচার্য। দু’চোখ ভরা জল নিয়ে কাঁদতে কাঁদতে মানিক বলেন, ‘‘ও আমার ছোট ভাই। আমার সন্তানের মতো। গ্রেফতারির সময় পরিস্থিতি অন্য রকম ছিল। সেই সময় ও সিবিআইকে কী বলেছে, সেসব জামিনের ক্ষেত্রে বিবেচ্য হওয়া উচিত নয়।”

বিচারপতি মানিককে (Manik Bhattacharya) ইডির বক্তব্যের বিরোধিতা করার সুযোগ দিলে মানিক জানান, তার জামিনের ক্ষেত্রে ভাইয়ের বক্তব্যকে হাতিয়ার না করাই উচিত। প্রাক্তন পর্ষদ সভাপতি বলেন, ‘‘আমার ভাই এই মামলায় জড়িত নয়। এ ক্ষেত্রে ওর বক্তব্যের কোনও যৌক্তিকতা থাকতে পারে না।’’

manik hc

আরও পড়ুন: জামিন পেলেন অনুব্রত মণ্ডল, গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে মুক্তি কেষ্টর

সোমবার মানিক ভট্টাচার্যের জামিন মামলা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানির জন্য উঠেছিল। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারপতি কোনো মন্তব্য করেননি। আগামী সপ্তাহে ফের এই মামলার শুনানি রয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর