এই মহিলার নামে পার্থর বাজেয়াপ্ত হওয়া পাটুলির ১৮ কাঠার জমি, নিয়োগ দুর্নীতিতে তোলপাড়

   

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির অভিযোগে বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার হয়েছিলেন পার্থ, সেই থেকেই জেলবন্দি একদা তৃণমূলের হেভিওয়েট এই নেতা। এরই মাঝে একদিন আগে প্রাক্তন শিক্ষামন্ত্রীর প্রচুর বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি (ED)।

ইডি সূত্রে খবর, কলকাতা, বিষ্ণুপুর ও বীরভূম সহ একাধিক জায়গার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কলকাতার পাটুলিতে মোট ১৮ কাঠার ৩টি জমি, হাওড়ার বাগনানে ২ বিঘা জমি এবং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ও বীরভূমের বোলপুরে প্রচুর বেনামি জমি ইডি বাজেয়াপ্ত করেছে বলে খবর।

এর মধ্যে পাটুলির আঠারো কাঠার বিপুল পরিমাণ জমি দেখলে চোখ কপালে উঠবে অনেকেরই। ৭, ৭ , ৪ কাঠা ৩ টি জমি নিয়ে বিশাল এই জমি। ২০০৪ সালে বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট-এর নামে এই জমি কেনা হয়। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়। শুতের খবর আগে এই জমিতে পুকুর ছিল। পরে তা বুজিয়ে দেওয়া হয়।

বহু বছর আগে চারদিক পাঁচিলে ঘেরা ওই জমিতে একটি প্রজেক্ট তৈরি করার জন্য পোস্টার পড়েছিল। তবে কোথায় কী? কোনো কিছুই হয়নি সেখানে। এখনও খালিই পড়ে রয়েছে সেই জমি। নিয়োগ দুর্নীতির টাকায় ওই জমি কেনা হয়েছে বলে অনুমান ইডি আধিকারিকদের। ইডি সূত্রে জানা গিয়েছে, যে সম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছে, তা সরাসরি পার্থের নামে নেই, তবে এসবের আসল মালিক পার্থ বলেই দাবি ইডির।

Partha Chatterjee

আরও পড়ুন: ৫০ কিমি বেগে ঝড়! রাতেই লন্ডভন্ড হবে দক্ষিণবঙ্গ? কোথায় কোথায় সতর্কতা জারি?

ওদিকে জমির পাশাপাশি একটি সংস্থার নামে রাখা ২ কোটি টাকাও বাজেয়াপ্ত করেছে ইডি। এই টাকা নিয়োগ দুর্নীতির মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের বলেই মত ইডির। প্রসঙ্গত, ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই পার্থর বিশাল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার তাতে জুড়লো আরও।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর