পাক বোলারদের কচুকাটা করে অস্ট্রেলিয়ার ১১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলো স্টোকসের ইংল্যান্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তানের মাটিতে এইমুহূর্তে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। আজ থেকে প্রথম ম্যাচ খেলতে রাওয়ালপিন্ডিতে মাঠে নেমেছেন বেন স্টোকসরা। গতকাল আতঙ্ক তৈরি হয়েছিল ইংল্যান্ড স্কোয়াডকে নিয়ে কারণ অনেকেই এক অজানা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত যাবতীয় আশঙ্কা কাটিয়ে শক্তিশালী একাদশই মাঠে নামিয়েছে ইংল্যান্ড।

প্রত্যাশা অনুযায়ী আজ ইংল্যান্ডের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে ক্রিকেটে দুরন্ত অলরাউন্ড পারফর্ম করা লিয়াম লিভিংস্টোন টেস্ট ম্যাচে অভিষেক ঘটিয়েছেন। অভিষেক ঘটিয়েছেন উইল জ্যাকস-ও। বাদ পড়েছেন বেন ফোক্স। আজ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।

তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে শতরান করেন ইংল্যান্ড ব্যাটিং অর্ডারের দুই ওপেনার জ্যাক ক্রলি (১২২) ও বেন ডাকেট (১০৭)। তাদের মধ্যে ২৩৩ রানের একটা পার্টনারশিপ হয়। এরপর তৃতীয় স্থানে ব্যাট করতে নামা অলি পোপও (১০৮) শতরান করেন। জো রুট মাত্র ২৩ রান করে আউট হলেও পাঁচ নম্বরে ব্যাট করতে আসা হ্যারি ব্রুকও প্রথম দিনের শেষে ১০১ রান করে অপরাজিত রয়েছেন।

england openers

মজার ব্যাপার হলো এদের মধ্যে বেন ডাকেট ছাড়া প্রত্যেকেই ১০০-র বেশি স্ট্রাইক রেট সহ নিজেদের শতরানগুলি সম্পূর্ন করেছেন। অপরাজিত থাকা হ্যারি ব্রুক আজ পাকিস্তানের হয়ে ডেবিউ করা সাউদ সাকিলের একটি ওভারে ৬ টি চার মারেন। ৮০ বল খেলে নিজের শতরান পূর্ণ করেছেন তিনি।

ইংল্যান্ড আজ টেস্ট ক্রিকেটের ইতিহাসে ম্যাচের প্রথম দিনে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার দখলে। ১৯১০ সালে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দিনে ৪৯৪ রান করেছিলো তারা। আজ রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ড ব্যাটাররা পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে ব্যাট করে প্রথম দিনেই তুললেন ৫০৬ রান।


Reetabrata Deb

সম্পর্কিত খবর