কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিনে মাঠে নামছেন বেল, ভ্যান ডায়েক, ম্যাগুয়েরের মতো তারকারা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফুটবল বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে গতকাল থেকেই। প্রথম ম্যাচে আয়োজক কাতার কে রীতিমত দাপট দেখিয়ে হারিয়েছে‌ লাতিন আমেরিকান দেশ ইকুয়েডর। গোটা বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্ব জুড়ে যারা মেসি, সুয়ারেজ, নেইমারদের সামলে থাকেন, কাতার যে কখনোই তাদের সামনে খুব বড় কোন বাঁধা হয়ে উঠবে না এ ব্যাপারে নিশ্চিত ছিলেন সকলেই। ম্যাচের তিন মিনিটের মধ্যেই গোল করে এগিয়ে গিয়েছিল ইকুয়েডর। সেই গোল যদিও অফসাইডের কারণে বাতিল হয়। কিন্তু তারপরে প্রথমার ফেকেনালটি এবং রাইট উইং থেকে ভেসে আসা ক্রসে হেড করে জোড়া গোল করে ম্যাচের ভাগ্য নিশ্চিত করে দিয়েছিলেন এন্নার ভ্যালেন্সিয়া।

আজ কাতার বিশ্বকাপে তিনটি ম্যাচ হবে, যার মধ্যে দুটি ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী ২১ তারিখে এবং তৃতীয় ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী ২২ তারিখ রাত ১২.৩০ নাগাদ। বিশ্বকাপের দ্বিতীয় দিনে মাঠে দেখা যাবে হ্যারি কেন, গ্যারেথ বেল, ভার্জিল ভ্যান ডায়েকের মতো তারকারা।

   

ভারতীয় সময় সন্ধ্যা ৬.৩০ নাগাদ এশিয়ান পাওয়ার হাউস ইরানের মুখোমুখী হবে গত বছর ইউরো কাপের ফাইনালিস্ট ইংল্যান্ড। টানা শেষ ছয় ম্যাচে জয়ের মুখ দেখেনি হ্যারি ম্যাগুয়েরের দল। ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট তাই ইরানের বিরুদ্ধে নিজের সর্বশক্তিশালী একাদশই নামাবেন। দলে থাকবে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল। গতবারের বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী হ্যারি কেনকে সামনে রেখেই নামবে ইংল্যান্ড। অপরদিকে ইরান চলতি বছরে ভালই ফর্মে রয়েছে। সেপ্টেম্বর মাসে তারা একটি প্রীতি ম্যাচে উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়েছিল। এফসি পোর্তো ফরোয়ার্ড মেহেদী তারেমিকে আক্রমণে রেখে নিজেদের ছক সাজাবেন ইরানের তারকা কোচ কার্লোস কুয়েরজ।

দ্বিতীয় ম্যাচে সাদিও মানে-হীন সেনেগালের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। মানের মতো তারকা ফুটবলের চোট পেয়ে ছিটকে গেলেও হালকাভাবে নেওয়ার উপায় নেই আফ্রিকার এই দেশটিকে। কুলিবালীর মতো শক্তিশালী ডিফেন্ডার, এডুয়ার্ডো মেন্ডির মতো তারকা গোলরক্ষক রয়েছে এই দলে। আক্রমণ ভাগেও রয়েছে ইউরোপের সেরা ৫ লিগে খেলা ফরোয়ার্ডরা। নেদারল্যান্ডসকে বিপাকে ফেলার মত ক্ষমতা রয়েছে দলটির। অপরদিকে নেদারল্যান্ডসের ডিফেন্স সামলানোর দায়িত্বে থাকবেন বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডায়েক। মাঝমাঠে ফ্র্যাঙ্কি ডি জং-এর মতো তারকা মিডফিল্ডার, আক্রমণ ভাগে অভিজ্ঞ লুক ডি জং এবং তরুণ প্রতিভাবান ফরোয়ার্ড কোডি গ্যাপকো-র উপস্থিতি তাদের শক্তি অনেকটাই বাড়িয়ে দেয়। খাতায় কলমে আজকের দ্বিতীয় ম্যাচে ফেভারিট ডাচরাই।

আজকের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে গ্যারেথ বেলের ওয়েলস। নিজেদের শেষ পাঁচ ম্যাচে জয় পায়নি ইউরোপের দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্র যে দুর্দান্ত ফর্মে আছে এমনটা নয়। তবে তাদের স্কোয়াডে রয়েছে ওয়েস্টন ম্যাকেনি, টাইলর অ্যাডামসের মতো তরুণ ইউরোপে ক্লাব ফুটবল খেলা ফুটবলাররা। এছাড়া এসি মিলান উইং ব্যাক সার্জিনি ডেস্ট ও চেলসির প্রতিভাবান ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পুলিসিচের মতো তারকাদের উপস্থিতিতে নিজেদের দিনে যেকোনো দলকে চ্যালেঞ্জ চালানোর ক্ষমতা রাখে তারা। অপরদিকে ওয়েলসে গ্যারেথ বেল, অ্যারণ র‍্যামসির মতো অভিজ্ঞ তারকাদের পাশাপাশি নেকো উইলিয়ামস, বেন ডেভিস, ড্যানিয়েল জেমসের মতো গতিশীল ফুটবলারদের উপস্থিতি তফাৎ গড়ে দিতে পারে রয়েছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর