গুচ্ছ গুচ্ছ আবেদনে অসন্তোষ! ধর্মস্থান আইন মামলা নিয়ে বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের! তোলপাড় দেশ

বাংলা হান্ট ডেস্কঃ ধর্মস্থান আইন মামলা নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিয়ে নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার সকালে শীর্ষ আদালতে এই মামলার শুনানি ছিল। সেই সময় এই আইন (Places of Worship Act) নিয়ে আসা গুচ্ছ গুচ্ছ আবেদন প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করে আদালত। জানা যাচ্ছে, এই আইনের বিশেষ সংরক্ষণের বৈধতাকে চ্যালেঞ্জ করে আনা অগুনতি আবেদনের প্রেক্ষিতে উষ্মা প্রকাশ করে সুপ্রিম কোর্ট। পিছিয়ে দেওয়া হয় মামলার শুনানি।

ধর্মস্থান আইন মামলা নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের (Supreme Court)!

ধর্মস্থানে প্রার্থনার অধিকার (বিশেষ সংরক্ষণ) আইন, ১৯৯১। এখানে বলা হয়েছে, দেশভাগ হয়ে স্বাধীনতা লাভের দিন থেকে যে যে ধর্মস্থানে যারা পুজোপাঠ, প্রার্থনা করে আসছে, তার ধর্মীয় চরিত্র বদল করা যাবে না। আইন নিয়েই গুচ্ছ গুচ্ছ আবেদন জমা পড়েছে। এদিন তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত।

জানা যাচ্ছে, এদিন একজন আবেদনকারীর পক্ষে সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিংহ আর্জি জমা দেওয়ায় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna) বলেন, আমরা হয়তো এই বিষয়টি আর শুনানির জন্য নিতে পারব না। বেঞ্চ জানায়, নতুন নতুন আবেদন জমা পড়ার কারণে এই নিয়ে আমরা কিছুতেই কোনও নির্দেশ দিতে পারছি না।

আরও পড়ুনঃ ‘বাইরে গিয়ে হিরো সাজছেন, ভেতরে যা করেছেন, ক্ষমা চাওয়া উচিত শুভেন্দুর’! বিস্ফোরক স্পিকার

সুপ্রিম কোর্টের (Supreme Court) বেঞ্চ জানায়, পড়ে থাকা রিট আবেদন, যেগুলির কোনও নোটিশ উল্লেখ নেই, তা খারিজ করে দেওয়া হয়েছে। নতুন সংযোজিত কোনও কারণ দেখিয়ে ফের তাঁদের নতুন করে আর্জি জানাতে হবে।

Supreme Court

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পিভি সঞ্জয় কুমারকে নিয়ে গঠিত বেঞ্চের তরফ থেকে ধর্মস্থান আইন মামলা তিন সদস্যের বৃহত্তর বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। ১৯৯১ সালের এই আইন নিয়ে এরপরেও যদি আরও আর্জি জমা পড়ে, তাহলে তা বৃহত্তর বেঞ্চ শুনবে। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এর শুনানি হবে।

শীর্ষ আদালতের (Supreme Court) প্রধান বিচারপতি এদিন বলেন, লোকে এসে বলছেন, তাঁরা আবেদনে নতুন যুক্তি দিয়ে আর্জি জানিয়েছেন। তবে আমাদের পক্ষে বোঝা মুশকিল কোনগুলি নতুন ও কোনগুলি পুরনো যুক্তিগুলিই ক্রমান্বয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে। সামলানো অসম্ভব ব্যাপার হয়ে উঠছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর