টাকা তোলায় আর বাধা নয়! কর্মচারীদের স্বার্থে EPFO-র নিয়মে বড় বদল আনল কেন্দ্র

Published on:

Published on:

EPFO May Ease Withdrawal Rules for Employees

বাংলা হান্ট ডেস্কঃ কর্মচারীদের সুবিধার্থে প্রভিডেন্ট ফান্ড তোলার নিয়ম সহজ করার বিষয়ে উদ্যোগী হচ্ছে কেন্দ্র। সূত্রের খবর, ইপিএফও (EPFO)-র নয়া নিয়ম চালুর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আগামী বছরের মধ্যেই তা কার্যকর হতে পারে। সরকারের লক্ষ্য, কর্মচারীরা তাঁদের সঞ্চিত অর্থ ব্যবহারের ক্ষেত্রে আরও স্বাধীনতা পান।

প্রভিডেন্ট ফান্ডের (EPFO) টাকা তোলার নিয়ম নির্দিষ্ট কিছু শর্তের মধ্যে সীমাবদ্ধ

বর্তমানে প্রভিডেন্ট ফান্ড (EPFO) থেকে পুরো অর্থ তুলতে গেলে অবসর গ্রহণের বয়স অর্থাৎ ৫৮ বছর পূর্ণ হতে হয় অথবা দুই মাসের বেশি সময় ধরে কর্মহীন থাকতে হয়। এছাড়া সামান্য পরিমাণ অর্থ তোলার সুযোগ থাকলেও তা নির্দিষ্ট শর্তের ভিত্তিতে সীমাবদ্ধ। যেমন, বিয়ের ক্ষেত্রে অন্তত সাত বছর চাকরি করা কর্মচারী তাঁর টাকার সুদের ৫০ শতাংশ তুলতে পারেন। এই টাকা কেবল নিজের বিবাহ নয়, ভাইবোন কিংবা সন্তানের বিয়ের ক্ষেত্রেও তোলার নিয়ম রয়েছে।

বাড়ি, বিয়ে ও উচ্চশিক্ষার জন্য প্রভিডেন্ট ফান্ডের (EPFO) টাকা তোলার সহজ নিয়ম

ইপিএফও (EPFO) সূত্রে জানা গিয়েছে, নয়া নিয়মে বিশেষ করে বাড়ি তৈরি বা ক্রয়, বিবাহ এবং উচ্চশিক্ষার মতো প্রয়োজনীয় খরচের ক্ষেত্রে যাতে সহজে টাকা তোলা যায় তা নিশ্চিত করা হবে। বর্তমানে বাড়ির জন্য ফান্ড থেকে মোট টাকার ৯০ শতাংশ পর্যন্ত তোলা যায়। তবে শর্ত আছে যে, সদস্যকে অন্তত তিন বছরের চাকরি সম্পন্ন করতে হবে এবং বাড়িটি তাঁর নিজের, স্ত্রীর অথবা যৌথ মালিকানাধীন হতে হবে।

EPFO May Ease Withdrawal Rules for Employees

আরও পড়ুনঃ ‘ফরাক্কায় ড্রেজিং হয় না, বিহার-ইউপির জল বাংলায়’, কলকাতার জলযন্ত্রণায় কেন্দ্রকে দায়ী করলেন মমতা

সরকারি সূত্রের দাবি, ইপিএফও-তে (EPFO) থাকা টাকা কর্মচারীর নিজের সঞ্চয়। তাই তার উপর কঠোর বিধিনিষেধ না রেখে তাঁদের প্রয়োজন অনুযায়ী ফান্ড ব্যবহারের স্বাধীনতা দেওয়া হবে। এই নতুন নিয়ম কার্যকর হলে, সদস্যরা জরুরি পরিস্থিতিতেই শুধু নয়, বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাঁদের প্রভিডেন্ট ফান্ড সহজে ব্যবহার করতে পারবেন।