আগামী দু’দিনের মধ্যেই সরকার দেবে বড়সড় উপহার, অপেক্ষারত সাড়ে ৬ কোটি মানুষ

বাংলা হান্ট ডেস্কঃ দেশের প্রায় সাড়ে ৬ কোটি ইপিএফও খাতা ধারকদের জন্য , এবার বড় সুসংবাদ দিতে চলেছে কেন্দ্র সরকার। জানা গিয়েছে গ্রাহকদের বকেয়া সুদের টাকা দ্রুতই দিতে শুরু করবে ইপিএফও। যার জেরে সারা দেশজুড়ে লাভবান হবেন প্রায় সাড়ে ৬ কোটি মানুষ। জুলাই মাসের শেষের দিকে এই বকেয়া সুদ পাওয়ার আশা করছিলেন সকলে। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি।

ইতিমধ্যেই একজন গ্রাহক টুইটারে ইপিএফওর কাছে জানতে চান, তাদের বকেয়া সুদ কবে নাগাদ খাতায় জমা করা হতে পারে? এর উত্তরে ইপিএফও জানিয়েছে, দ্রুতই টাকা দেওয়ার করার কাজ শুরু হবে এবং গ্রাহকরা একসঙ্গে সমস্ত টাকায় পাবেন। এক্ষেত্রে চিন্তার কোন কারণ নেই। ৩১ আগস্টের মধ্যেই বকেয়া সুদ জমা করা শুরু করবে কেন্দ্র।

আসুন দেখে নেওয়া যাক কিভাবে চেক করবেন ইপিএফও খাতার ব্যালেন্স। এর জন্য বেশ কয়েকটি সহজ উপায় রয়েছে। ইপিএফও তরফে ইতিমধ্যেই জারি করা হয়েছে একটি টোল ফ্রি নম্বর ০১১-২২৯০১৪০৬। এই নম্বরে আপনার ইপিএফও অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে কল করলে কিছুক্ষণের মধ্যেই কলটি আপনা থেকেই ডিসকানেক্ট হয়ে যাবে। এরপর সেই নাম্বারে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স সম্পর্কিত তথ্য এসএমএসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।

Cashless Treatment for State Govt Employees and Pensioners 1

এসএমএসের মাধ্যমেও প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন আপনি। এর জন্য আপনাকে ইপিএফও দ্বারা জারি করা ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে EPFOHO UAN ENG লিখে এসএমএস পাঠাতে হবে। এরপর আপনার কাছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স সংক্রান্ত তথ্য এসএমএসের মাধ্যমে পাঠাবে সংস্থা। এছাড়া ইপিএফও পোর্টালে গিয়েও প্রফিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন আপনি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর