বাংলাহান্ট ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) রেপো রেট বাড়ানোর পর থেকে দেশের একাধিক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বাড়িয়ে দিয়েছে। ফলে এখন আমানতকারীরা বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে আগের চেয়ে অনেকটাই বেশি মুনাফা পাচ্ছেন। সম্প্রতি আরও একটি ব্যাঙ্ক এই তালিকায় নিজেদের নাম জুড়ল। এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে আপনি ৮.৫ শতাংশ অবধি সুদের হার পেতে পারেন।
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানোর ফলে ব্যাপক সুবিধা হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। বিশেষ করে যাঁরা কম ঝুঁকি নিয়ে বিনিয়োগ করতে ইচ্ছুক। ইএসএএফ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক (ESAF Small Finance Bank) সম্প্রতি ফিক্সড ডিপোজিটের উপর তাদের সুদের হারে কিছু বদল এনেছে। যার ফলে বিনিয়োগকারীরা ৮.৫ শতাংশ পর্যন্ত রিটার্ন পেতে পারেন। যে ফিক্সড ডিপোজিটগুলি ২ কোটি টাকার কম, তার উপর এই হারে সুদ দেবে এই ব্যাঙ্ক।
সুদের হারে এই বদল আনার ফলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন প্রবীণরা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হারে সুদ দিচ্ছে এই ব্যাঙ্কটি। সেজন্য তাঁরা ফিক্সড ডিপোজিটের উপর ৮.৫০ শতাংশ অবধি হারে রিটার্ন পাচ্ছেন। জানা যাচ্ছে, সাধারণ মানুষকে ৭ দিন থেকে ১০ বছর অবধি ফিক্সড ডিপোজিটের উপর ৪ থেকে ৫.২৫ শতাংশ হারে রিটার্ন দেওয়া হচ্ছে। অন্যদিকে, প্রবীণ নাগরিকদের জন্য ৪.৫০ থেকে ৫.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে এই ব্যাঙ্কটি।
আমানতকারীদের ৭ থেকে ১৪ দিনের আমানতে ৪ শতাংশ সুদের হার দেওয়া হচ্ছে। পাশাপাশি ১৫ থেকে ৫৯ দিন অবধি আমানতে দেওয়া হচ্ছে ৪.৫০ শতাংশ হারে সুদ। ৬০ থেকে ৯০ দিন অবধি ফিক্সড ডিপোজিটের উপর ৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। একইসঙ্গে ৯১ থেক ১৮২ দিন অবধি যে সব আমানত হবে, তার উপর দেওয়া হচ্ছে ৫.২৫ শতাংশ।
১৮৩ দিন থেকে ১ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ৫.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্ক। এক বছর ১ দিন থেকে ২ বছরের কম মেয়াদের ডিপোজিটের উপর দেওয়া হচ্ছে ৬.৬ শতাংশ হারে সুদ। দুই বছর থেকে ৯৯৮ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ৭.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। দু’বছর ৮ মাস ২৫ দিন পর যে ফিক্সড ডিপোজিট ম্যাচিওর করবে তার উপর পাওয়া যাবে ৮ শতাংশ হারে সুদ।
এক হাজার দিন থেকে ৩ বছর মেয়াদের আমানতে ৭.২৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। তিন বছর থেকে ৫ বছর সময়সীমার ডিপোজিটের উপর ৫.৭৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। একইভাবে ৫ বছর থেকে ১০ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর পাওয়া যাবে ৫.২৫ শতাংশ হারে সুদ। জানা যাচ্ছে, এই ব্যাঙ্ক আজ তাদের সুদের হার সংশোধন করেছে। উল্লেখ্য, এর আগে তারা ৯৯৯ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ৮ শতাংশ হারে সুদ দিত। সেটি সংশোধন করে নতুন সুদের হারের তালিকা প্রকাশ করা হয়েছে।