বাংলা হান্ট ডেস্কঃ শনিবার ভারতীয় সেনা সিকিমের নাথু-লা পাসে হওয়া তুষার পাতের কারণে ফেঁসে যাওয়া ১৭০০ পর্যটকের জীবন রক্ষা করে। সেনার এক বরিষ্ঠ আধিকারিক জানান, ‘২৭ ডিসেম্বর ১৩ মাইল থেকে নাথু লা পাসে প্রচুর তুষার পাত হয়, আর সেই কারণে ১৫০০ থেকে ২৫০০ পর্যটক ফেঁসে যায়।” উনি বলেন, ‘৩০০ ট্যাক্সিতে যাত্রা পর্যটক স্নো ঝিল – নাথু লা পাস থেকে ফেরার পথে আটকে যায়।”
#Relief #RescueOperation.#IndianArmy rescued more than 2500 civilians stuck in more than 400 vehicles around Nathula, Sikkim due to heavy snowfall. All were provided food, shelter & medical care last night. #AlwaysWithYou pic.twitter.com/FoaXnGNXQV
— ADG PI – INDIAN ARMY (@adgpi) December 29, 2018
অত্যাধিক তুষার পাতের কারণে রাস্তা আটকে যায়, এরপর প্রচুর পরিমাণে পর্যটক জওহর লাল নেহরু মার্গে বিভিন্ন জায়গায় ফেঁসে যায়। আধিকারিক জানান, এরকম পরিস্থিতিতে তৎক্ষণাৎ সাহায্য করার জন্য সেনা সবসময় এগিয়ে থাকে। এত সমস্যার পরেও সেনা ব্যাপক পরিমাণে বাঁচাও অভিযান শুরু করে দেয়। সেনা দ্বারা ফেঁসে থাকা পর্যটকদের খাওয়ার, গরম কাপড় আর ওষুধ সমেত সমস্ত রকমের ত্রাণ দেওয়া হয়।
মহিলা, বাচ্চা আর বরিষ্ঠ নাগরিক সমেত ১৭০০ পর্যটকদের উদ্ধার করেছে সেনা, আর এদের মধ্যে ৫৭০ জনকে ১৭ টী সেনা মোবাইল ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়। ভারতীয় সেনা এখনো উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে, সমস্ত পর্যটকদের সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর ভারতীয় জওয়ান।