বাংলা হান্ট ডেস্ক: প্যাট কামিন্স, ব্রেট লি, রিকি পন্টিং, শেল্ডন জ্যাকস, শ্রীবত্স গোস্বামীরা ব্যক্তিগতভাবে করোনা মহামারির বিরুদ্ধে ভারতের লড়াইয়ে সামিল হয়েছেন। হরভজন সিংও ব্যক্তিগত উদ্যোগে মাঠে নেমেছেন মহামারির বিরুদ্ধে। কলকাতা নাইট রাইডার্স মহামারির শুরুর দিকেই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্যাট কামিন্সদের দেখে এস্তোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ভারতকে অর্থ সাহায্য করল।
এস্তোনিয়ার ক্রিকেট দলের অফিসিয়াল টুইটার পেজে জানানো হয়েছে, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দেখে আমরা ভারতের কোভিড পরিস্থিতিতে সাহায্য করতে অনুপ্রাণিত হয়েছি।প্যাট কামিন্স ও ব্রেট লি-র মতো দুই ক্রিকেটার আমাদের মনে করিয়ে দিয়েছেন কী করা উচিত্।কোভিড পরিস্থিতিতে আমাদের সকলকে কাঁধে কাঁদ মিলিয়ে লড়াই করতে হবে।ক্রিকেট পরিবারের বিপদে আমাদের সকলকে পাশে নিয়ে চলতে হবে।তাই আমরা ভারতীয় মুদ্রায় অক্সিজেনের জন্য এক লক্ষ টাকা দান করছি।আশা করছি ভারত এই অবস্থা অতি দ্রুত কাটিয়ে উঠবে।‘
১২টি টেস্ট খেলিয়ে দেশ ছাড়াও মোট ৯২টি দেশ এখন ক্রিকেট খেলে থাকে। যদিও অধিকাংস দেশেই তা জনপ্রিয় নয়। তাদের মধ্যে অন্যতম এস্তোনিয়া। তবে ক্রিকেট ভক্তরা এস্তোনিয়ার নাম কেউ কোনও দিন শুনেছে বলে বিশেষজ্ঞরাও মনে করতে পারছেন না। সেই এস্তোনিয়া যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাতে মুগ্ধ গোটা দুনিয়া।