কীভাবে করা হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মূল্যায়ন, ঘোষণা সংসদ ও পর্ষদের

বংলাহান্ট ডেস্কঃ মাধ্যমিক (madhyamik) উচ্চমাধ্যমিক (higher secondary) পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছিল আগেই। তবে কিভাবে মূল্যায়ন করা হবে? কিভাবেই না ছাত্রছাত্রীদের নম্বর ভাগ করে দেওয়া হবে, সেবিষয়ে প্রথমে কিছু স্থির না করা হলেও, শুক্রবার এই বিষয়ে সিদ্ধান্ত জানাল মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

সাংবাদিক সম্মেলনে পর্যদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ৫০-৫০ ফর্মুলায় করা হবে মাধ্যমিকের মূল্যায়ন। অর্থাৎ, নবম শ্রেণী এবং দশম শ্রেণীর নম্বরকে সমান গুরুত্ব দিয়েই মার্কশিট তৈরি করা হবে। জুলাই মাসেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।

exam hall

তিনি জানিয়েছেন, নবম শ্রেণীর পরীক্ষার ফলাফল স্কুলের কাছেই রয়েছে। আর অন্যদিকে দশম শ্রেণীর ইন্টার্নাল অ্যাসেসমেন্ট-এর মার্কস বোর্ডের কাছে রয়েছে। দুই শ্রেণীর নম্বর থেকেই ৫০ শতাংশ করে নিয়ে মার্কশিট তৈরি করা হবে। তবে এই মূল্যায়নে যদি কোন ছাত্র কিংবা ছাত্রী সন্তুষ্ট না হয়ে থাকেন, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি পরীক্ষা দিতে পারবেন।

মাধ্যমিকে মূল্যায়ন জানা গেলেও এবার বাকি উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন। জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন করা হবে দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নম্বরের ভিত্তিতে। এখানে প্রথমে দশম শ্রেণীর সর্বোচ্চ নম্বর প্রাপ্ত চারটি বিষয়, ২০২০ সালে একাদশ শ্রেণির লিখিত পরীক্ষার ৬০ শতাংশ নম্বর এবং দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর মিলিত করে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। তবে এক্ষেত্রেও এই মূল্যায়নে যদি কোন ছাত্র কিংবা ছাত্রী সন্তুষ্ট না হয়ে থাকেন, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি পরীক্ষা দিতে পারবেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর