বুকে আর পেটে গুলি লাগার পরেও জঙ্গিদের নিকেশ করলেন CRPF জওয়ান, বললেন প্রথমে মিশন পরে চিকিৎসা

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার দিন শ্রীনগরে জঙ্গিরা সক্রিয় হয়ে উঠেছিল। যার জেরে সুরক্ষা বাহিনী ও  জঙ্গিদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। সিআরপিএফ (Central Reserve Police Force) রাতের অন্ধকারে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিল। সুরক্ষা বাহিনীর একটা দল ভোর ৩.১৫ নাগাদ সেই বাড়িতে পৌঁছে যায় যেখানে জঙ্গিরা লুকিয়ে ছিল। বাড়ির উপর নজরদারি চালাতেই সিআরপিএফের ডেপুটি কমান্ড্যান্ট রাহুল মাথুর দেখেন যে বাড়ির গেট বন্ধ।

এরপর রাহুল মাথুর এবং উনার টিম জানালা দিয়ের বাড়ির ভেতরে প্রবেশ করে যান। বাড়িতে ঢুকে তল্লাশি চালানোর সময় হটাৎ জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। গুলি এসে ডেপুটি কমান্ড্যান্ট রাহুল মাথুরের পেটে ও বুকে লাগে। তবে রাহুল মাথুর তাতে ভেঙে পড়েননি। উল্টে উনি জঙ্গিদের অবস্থান বুঝে যান এবং লড়াই শুরু করেন।

রাহুল মাথুর নিজের টিমকে জঙ্গিদের গুলি থেকে রক্ষা করেন। একইসাথে বাড়ির মধ্যে থাকা মহিলা ও বাচ্চাদের সুরক্ষিত বের করে আনেন। লাগাতার কিছু সময় ধরে গুলির লড়াই চলার পর জঙ্গিরা নিকেশ হয়। রাহুল মাথুরকে এরপর ৯২ বেস বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জঙ্গিদের সাথে CRPF এর সংঘর্ষের দরুন ৩ জন জঙ্গি নিকেশ হয়।

রাহুল মাথুরের (Rahul Mathur) অবস্থা এখন অনেকটা স্থিতিশীল। দ্রুতই ওনার অবস্থার উন্নতি ঘটবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। CRPF এর ডিজি রাহুল মাথুরের প্রশংসায় মুখরিত হয়েছেন। উনি মিডিয়ার সম্মুখীন হয়ে বলেছেন, রাহুল মাথুর দুটি গুলি লাগার পরেও অভিযান চালিয়ে গেছিল। এটা একটা খুবই বড়ো ব্যাপার।

Koushik Dutta

সম্পর্কিত খবর