অবসরের পরও নিজের কর্তব্যে অবিচল রায়গঞ্জের ভীম, বিনা পারিশ্রমিকেই করছেন ট্রাফিক নিয়ন্ত্রণ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ খাতায় কলমে অবসর নিলেও, নিজের কাজ ছাড়েননি রায়গঞ্জের (raiganj) প্রাক্তন এনভিএফ কর্মী ভীম ছেত্রী (bhim chetri)। অবসরের পরও দীর্ঘ নয় বছর ধরে নিজের কর্তব্য অর্থাৎ ট্র্যাফিক নিয়ন্ত্রণের কাজ করে চলেছেন তিনি। বছর ৭০-এর এই বৃদ্ধের কাজ দেখে অনুপ্রাণিত হয়েছেন অন্য ট্র্যাফিক পুলিশ কর্মীরাও।

রায়গঞ্জ শহরের এফসিআই মোড়ের বাসিন্দা হলেন ভীম ছেত্রী। কর্মজীবনে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে পুলিশের বিভিন্নরকম কাজেও সাহায্য করেছেন তিনি। একজন এনভিএফ কর্মী হিসেবে করণদিঘি থানা থেকে ২০২১ সালে অবসর নিয়েছিলেন ভীম ছেত্রী। কিন্তু অবসর নেওয়ার পর থেকে একদিনের জন্যও বসে থাকেননি তিনি। খাতায় কলমে চাকরী ছেড়েছেন তো কি হয়েছে, মন থেকে এই কাজকে আজও সম্মান করে নিজের কর্তব্য পালন করে যাচ্ছেন তিনি।

নিজের শরীর-স্বাস্থ্য ঠিক রাখার পাশাপাশি জনসেবায় নিয়োজিত রয়েছেন ভীম ছেত্রী। এই বছর ৭০- এর বৃদ্ধ ভীম ছেত্রীকে দেখে অনুপ্রাণিত হন অন্য ট্র্যাফিক পুলিশ কর্মীরাও। রায়গঞ্জ শহরের গুরুত্বপূর্ণ ট্র্যাফিক পয়েন্ট শিলিগুড়ি মোড়ে, ট্র্যাফিক পুলিশের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে আজও যানজট সামলে যাচ্ছেন এই মানুষটি। তাঁর এই কাজের প্রশংসা করে তাঁকে সাধুবাদ জানিয়েছে রায়গঞ্জের মানুষজন।

এপ্রসঙ্গে ভীম ছেত্রী জানিয়েছেন, ‘বাড়িতে বসে থাকতে পারি না, নিজের শরীরকে ঠিক রাখার জন্য জনসাধারণের সেবা করতে বেরিয়ে পরি। যদি অফিসাররা এর থেকেও ভালো পরিষেবা দেওয়ার কথা বলেন, তার জন্যও আমি প্রস্তুত। আমার কাছে নেশার মত হয়ে গেছে এই পেশাটা। বিনা পারিশ্রমিকেই এখন কাজ করে যাচ্ছি’।

সম্পর্কিত খবর

X